কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ সায়মন (২০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।
সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
বেলাল হোসেন বলেন, বিকেলে সমুদ্রসৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট এলাকায় সায়মনসহ চারবন্ধু গোসলে নামেন। তারা টায়ার টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ের স্রোতে সায়মন টিউব থেকে ছিটকে পড়ে ভেসে যায়।
এতে সাগরমুখী স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন। এ সময় বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিয়েও সায়মনের সন্ধান পায়নি।
বেলাল হোসেন আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সায়মনের নিথর দেহ ভেসে আসে। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া তরুণের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত চার মাসে সমুদ্রসৈকতে গোসলে নেমে স্থানীয় ও পর্যটকসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে দুজন, গত সেপ্টেম্বর মাসে তিনজন, আগস্টে দুজন, জুন ও জুলাই মাসে একজন করে সাগরে নেমে মৃত্যু হলো।

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ সায়মন (২০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।
সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচ কর্মীদের সহকারী সুপারভাইজার মো. বেলাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
বেলাল হোসেন বলেন, বিকেলে সমুদ্রসৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট এলাকায় সায়মনসহ চারবন্ধু গোসলে নামেন। তারা টায়ার টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ের স্রোতে সায়মন টিউব থেকে ছিটকে পড়ে ভেসে যায়।
এতে সাগরমুখী স্রোতের টানে সায়মন ভেসে যেতে থাকেন। এ সময় বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিয়েও সায়মনের সন্ধান পায়নি।
বেলাল হোসেন আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সায়মনের নিথর দেহ ভেসে আসে। লাইফগার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া তরুণের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত চার মাসে সমুদ্রসৈকতে গোসলে নেমে স্থানীয় ও পর্যটকসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে দুজন, গত সেপ্টেম্বর মাসে তিনজন, আগস্টে দুজন, জুন ও জুলাই মাসে একজন করে সাগরে নেমে মৃত্যু হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে