তিতাস প্রতিনিধি

দ্বিতীয় ধাপের আসন্ন ইউপি নির্বাচনে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকের সংঘর্ষে দুজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটায় আসমানিয়া বাজার চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে।
আহতরা হলেন, শাহজালাল শাকু (৩৫) ও হারুন (৪০)। এ ঘটনায় তিনটি দোকান ও আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ভাঙচুর হয় উভয় পক্ষের নাছির উদ্দিনের রড সিমেন্টের দোকান, আরাফাত এন্টারপ্রাইজ ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা বলেন, আমি এলাকায় ছিলাম না। সন্ধ্যা আনুমানিক সাতটায় আমার কর্মী সমর্থকেরা চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ে আমার অপেক্ষায় বসা ছিল। এমন সময় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালাউদ্দিনের লোকজন এসে অফিসে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে এবং হারুনকে (৪০) মারধর করে। আমি বিষয়টি ওসি সাহেবকে জানিয়েছি।
এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আজ সন্ধ্যায় আসমানিয়া বাজার চৌরাস্তায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরিফুজ্জামান খোকার কর্মী সমর্থকেরা হাতে লাঠি সোঁটা নিয়ে মিছিল করে এবং আমার এক কর্মীকে মারধর করে। এ ছাড়া নাছির উদ্দিনের রড সিমেন্টের দোকান ও আরাফাত এন্টারপ্রাইজ ভাঙচুর করেছে। এখন উল্টো আমাকেসহ আমার কর্মী সমর্থকদের নামে মামলা করার জন্য পাঁয়তারা করছে।’
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে।

দ্বিতীয় ধাপের আসন্ন ইউপি নির্বাচনে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকের সংঘর্ষে দুজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটায় আসমানিয়া বাজার চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে।
আহতরা হলেন, শাহজালাল শাকু (৩৫) ও হারুন (৪০)। এ ঘটনায় তিনটি দোকান ও আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ভাঙচুর হয় উভয় পক্ষের নাছির উদ্দিনের রড সিমেন্টের দোকান, আরাফাত এন্টারপ্রাইজ ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা বলেন, আমি এলাকায় ছিলাম না। সন্ধ্যা আনুমানিক সাতটায় আমার কর্মী সমর্থকেরা চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ে আমার অপেক্ষায় বসা ছিল। এমন সময় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালাউদ্দিনের লোকজন এসে অফিসে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে এবং হারুনকে (৪০) মারধর করে। আমি বিষয়টি ওসি সাহেবকে জানিয়েছি।
এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আজ সন্ধ্যায় আসমানিয়া বাজার চৌরাস্তায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরিফুজ্জামান খোকার কর্মী সমর্থকেরা হাতে লাঠি সোঁটা নিয়ে মিছিল করে এবং আমার এক কর্মীকে মারধর করে। এ ছাড়া নাছির উদ্দিনের রড সিমেন্টের দোকান ও আরাফাত এন্টারপ্রাইজ ভাঙচুর করেছে। এখন উল্টো আমাকেসহ আমার কর্মী সমর্থকদের নামে মামলা করার জন্য পাঁয়তারা করছে।’
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১০ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৩ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে