নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের খুলশীতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে বাসায় ডাকাতির অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশে। গতকাল শুক্রবার রাতে খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—মো. ওয়াজেদ মিয়া (৩৬), মো. হোসাইন (৪২), মো. রুবেল হোসেন (২৫), মো. মহিউদ্দিন (৪৫), আব্দুস সবুর (৩৭), মো. ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), মো. ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫) শওকত আকবর ইমন (২৮) ও হারুন অর রশিদ (৩৬)।
নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুটি মাইক্রোবাসে করে তারা খুলশী ৩ নম্বর সড়কের একটি ভবনে যান। সেখানে গিয়ে নিজেদের ডিজিএফআইয়ের লোক পরিচয় দিয়ে ভবনে ঢুকে নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে ফেলেন। এরপর অষ্টম তলায় গিয়াস উদ্দিন আনসারী নামের এক ব্যক্তির বাসায় ডাকাতি করতে যান। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে ১২ জনকে আটক করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।’
রইছ উদ্দিন আরও বলেন, ঘটনার সময় ফ্ল্যাটের লোকজন কেউ বাসায় ছিলেন না। আটক ব্যক্তিদের মধ্যে বিদেশফেরত, সাবেক ব্যাংকার, বালু সরবরাহকারী এবং দোকানের কর্মচারীও আছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, ১১ তলা ভবনটিতে ৫২টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের মালিকদের মধ্যে সাবেক সংসদ সদস্য (এমপি), অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ীও রয়েছেন।
ওই ভবনের এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ১৩ জন এসেছিল। শুরুতেই সিকিউরিটি টিমের কাছ থেকে আমরা কেউ কেউ তা জানতে পারি। তখন আমরা সতর্ক হয়ে যাই। এর মধ্যে তারা তল্লাশির কথা বলে অষ্টম তলার দুটি ফ্ল্যাটে যায়। উভয় ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। একপর্যায়ে আমরা যার যার ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে তাদের ঘেরাও করে ফেলি। এর মধ্যেই পুলিশ চলে আসে।’

চট্টগ্রামের খুলশীতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে বাসায় ডাকাতির অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশে। গতকাল শুক্রবার রাতে খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—মো. ওয়াজেদ মিয়া (৩৬), মো. হোসাইন (৪২), মো. রুবেল হোসেন (২৫), মো. মহিউদ্দিন (৪৫), আব্দুস সবুর (৩৭), মো. ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), মো. ওসমান (২৪), আব্দুল মান্নান (৩৫) শওকত আকবর ইমন (২৮) ও হারুন অর রশিদ (৩৬)।
নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুটি মাইক্রোবাসে করে তারা খুলশী ৩ নম্বর সড়কের একটি ভবনে যান। সেখানে গিয়ে নিজেদের ডিজিএফআইয়ের লোক পরিচয় দিয়ে ভবনে ঢুকে নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে ফেলেন। এরপর অষ্টম তলায় গিয়াস উদ্দিন আনসারী নামের এক ব্যক্তির বাসায় ডাকাতি করতে যান। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে গিয়ে ১২ জনকে আটক করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।’
রইছ উদ্দিন আরও বলেন, ঘটনার সময় ফ্ল্যাটের লোকজন কেউ বাসায় ছিলেন না। আটক ব্যক্তিদের মধ্যে বিদেশফেরত, সাবেক ব্যাংকার, বালু সরবরাহকারী এবং দোকানের কর্মচারীও আছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, ১১ তলা ভবনটিতে ৫২টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটের মালিকদের মধ্যে সাবেক সংসদ সদস্য (এমপি), অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ীও রয়েছেন।
ওই ভবনের এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ১৩ জন এসেছিল। শুরুতেই সিকিউরিটি টিমের কাছ থেকে আমরা কেউ কেউ তা জানতে পারি। তখন আমরা সতর্ক হয়ে যাই। এর মধ্যে তারা তল্লাশির কথা বলে অষ্টম তলার দুটি ফ্ল্যাটে যায়। উভয় ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। একপর্যায়ে আমরা যার যার ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে তাদের ঘেরাও করে ফেলি। এর মধ্যেই পুলিশ চলে আসে।’

এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২৩ মিনিট আগে
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৭ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৭ ঘণ্টা আগে