রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তৌহিদ নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পেকুয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তৌহিদ উপজেলার লালানগর ইউনিয়নের আবু তৈয়বের ছেলে। তিনি লালানগর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাঙ্গুনিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও সামাজিক কিছু বিষয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তৌহিদের বিরোধ ছিল। এর জেরে প্রতিপক্ষ তাঁকে প্রায়ই হুমকি দিত। বুধবার রাতে তৌহিদ স্থানীয় আলমশাহ পাড়ায় দলীয় বর্ধিত সভা শেষে বাড়ি ফিরছিলেন। পথে লালানগরের পেকুয়ারকুল মসজিদসংলগ্ন ব্রিজের সামনে এলে দেশীয় অস্ত্র হাতে সাত-আটজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তৌহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত তৌহিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রাতেই তৌহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরিবার সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তৌহিদের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকি বলেন, ‘হামলার ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি মামলা নেওয়া হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’
এদিকে যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তৌহিদ নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পেকুয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তৌহিদ উপজেলার লালানগর ইউনিয়নের আবু তৈয়বের ছেলে। তিনি লালানগর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাঙ্গুনিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও সামাজিক কিছু বিষয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তৌহিদের বিরোধ ছিল। এর জেরে প্রতিপক্ষ তাঁকে প্রায়ই হুমকি দিত। বুধবার রাতে তৌহিদ স্থানীয় আলমশাহ পাড়ায় দলীয় বর্ধিত সভা শেষে বাড়ি ফিরছিলেন। পথে লালানগরের পেকুয়ারকুল মসজিদসংলগ্ন ব্রিজের সামনে এলে দেশীয় অস্ত্র হাতে সাত-আটজন দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তৌহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত তৌহিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রাতেই তৌহিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরিবার সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তৌহিদের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকি বলেন, ‘হামলার ঘটনায় রাঙ্গুনিয়া থানায় একটি মামলা নেওয়া হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।’
এদিকে যুবলীগ নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস।

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বাণিজ্যিক স্পেস, দোকান ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
২ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৩ সাবেক সচিবসহ মোট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
৫ মিনিট আগে
মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পীর নির্দেশে হাদিকে হত্যা করা হয়।
১৩ মিনিট আগে
রাজশাহীর বাঘায় রয়েল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। রয়েল হোসেন উপজেলা পানিকামড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
৩৮ মিনিট আগে