প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

ভারী বর্ষণ ও ঢলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর, চুনতি ও বড়হাতিয়া এলাকায় রাস্তাঘাট ও খালপাড়ের ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভারী বর্ষণে বহু এলাকা প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ও বিকেলে এসব এলাকার ভাঙন পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু।
বিকেলে তিনি উপজেলার বড়হাতিয়া মছেনের হাট ও বড়হাতিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে ভাঙন পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রিটন বড়ুয়া রোনা ও ইউপি সদস্য সুনীল সরকার।
এর আগে সকালে ইউএনও আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে এলাকার রুস্তমেরপাড়া সড়ক, মিয়াপাড়া সড়ক ও সিপাহিপাড়া সড়কসহ এলাকার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
ইউএনও মো. আহসান হাবিব জিতু জানান, ভারী বর্ষণ ও ঢলে এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, লোহাগাড়ার আধুনগর, বড়হাতিয়া, চুনতিসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০টির বেশি গ্রাম টানা বর্ষণে প্লাবিত হয়েছে এবং এলাকার বহু রাস্তাঘাট ও খালপাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

ভারী বর্ষণ ও ঢলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর, চুনতি ও বড়হাতিয়া এলাকায় রাস্তাঘাট ও খালপাড়ের ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভারী বর্ষণে বহু এলাকা প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ও বিকেলে এসব এলাকার ভাঙন পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু।
বিকেলে তিনি উপজেলার বড়হাতিয়া মছেনের হাট ও বড়হাতিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে ভাঙন পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রিটন বড়ুয়া রোনা ও ইউপি সদস্য সুনীল সরকার।
এর আগে সকালে ইউএনও আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে এলাকার রুস্তমেরপাড়া সড়ক, মিয়াপাড়া সড়ক ও সিপাহিপাড়া সড়কসহ এলাকার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
ইউএনও মো. আহসান হাবিব জিতু জানান, ভারী বর্ষণ ও ঢলে এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, লোহাগাড়ার আধুনগর, বড়হাতিয়া, চুনতিসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০টির বেশি গ্রাম টানা বর্ষণে প্লাবিত হয়েছে এবং এলাকার বহু রাস্তাঘাট ও খালপাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১ ঘণ্টা আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে