মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরের সক্ষমতায় যুক্ত হলো আরও একটি অধ্যায়। বন্দর জেটিতে ভিড়েছে আট মিটার গভীরতার বিদেশি জাহাজ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ৬ নম্বর জেটিতে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস ইয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে পণ্য নিতে ১৭৯টি খালি কন্টেইনার এসেছে।
এদিকে এর আগে এত ড্রাফটের (গভীরতা) কোনো জাহাজ জেটিতে নোঙর করেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ গতকাল রাত ১০টায় এই তথ্য নিশ্চিত করেন।
এমভি মার্কস ইয়ামেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের ব্যবস্থাপক এম এন আলম বলেন, ‘জেটিতে প্রতিনিয়ত খনন করার ফলে মোংলা বন্দর কর্তৃপক্ষ এত বড় সাফল্য অর্জন করল। জেটিতে খননের ফলে তারা আট মিটার গভীরতার জাহাজ ভেড়াতে পেরেছেন।
এম এন আলম আরও বলেন, ১৭৯টি খালি কন্টেইনার নিয়ে জাহাজটি সোমবার নোঙর করে। তবে এই জাহাজেই প্রায় ৩০০ কন্টেইনার ভর্তি এক্সপোর্ট গুডস পণ্য রপ্তানি হবে। আজ মঙ্গলবার জাহাজটি এই পণ্য নিয়ে বন্দর ত্যাগ করবে।
এ ছাড়া জেটিতে খননের ফলে এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ অনায়াসেই এখানে নোঙর করবে। এর আগে গভীরতা না থাকায় সাত থেকে সাড়ে সাত মিটারের জাহাজে করে কন্টেইনার বা অন্যান্য পণ্য আমদানি করা হতো বলে জানান মোংলা বন্দর ব্যবহারকারী এম এন আলম।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, মোংলা বন্দর জেটিতে আট মিটার গভীরতার জাহাজ ভিড়েছে। এ ক্ষেত্রে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেল। দীর্ঘদিন ধরে বন্দরের নিজস্ব খননের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনো বাধা থাকবে না।
শাহীন মজিদ আরও বলেন, ভবিষ্যতে সাড়ে আট থেকে নয় মিটার গভীরতার জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এ ছাড়া বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে বড় কর্মযজ্ঞ চলছে। যা এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

মোংলা বন্দরের সক্ষমতায় যুক্ত হলো আরও একটি অধ্যায়। বন্দর জেটিতে ভিড়েছে আট মিটার গভীরতার বিদেশি জাহাজ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ৬ নম্বর জেটিতে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস ইয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে পণ্য নিতে ১৭৯টি খালি কন্টেইনার এসেছে।
এদিকে এর আগে এত ড্রাফটের (গভীরতা) কোনো জাহাজ জেটিতে নোঙর করেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ গতকাল রাত ১০টায় এই তথ্য নিশ্চিত করেন।
এমভি মার্কস ইয়ামেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের ব্যবস্থাপক এম এন আলম বলেন, ‘জেটিতে প্রতিনিয়ত খনন করার ফলে মোংলা বন্দর কর্তৃপক্ষ এত বড় সাফল্য অর্জন করল। জেটিতে খননের ফলে তারা আট মিটার গভীরতার জাহাজ ভেড়াতে পেরেছেন।
এম এন আলম আরও বলেন, ১৭৯টি খালি কন্টেইনার নিয়ে জাহাজটি সোমবার নোঙর করে। তবে এই জাহাজেই প্রায় ৩০০ কন্টেইনার ভর্তি এক্সপোর্ট গুডস পণ্য রপ্তানি হবে। আজ মঙ্গলবার জাহাজটি এই পণ্য নিয়ে বন্দর ত্যাগ করবে।
এ ছাড়া জেটিতে খননের ফলে এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ অনায়াসেই এখানে নোঙর করবে। এর আগে গভীরতা না থাকায় সাত থেকে সাড়ে সাত মিটারের জাহাজে করে কন্টেইনার বা অন্যান্য পণ্য আমদানি করা হতো বলে জানান মোংলা বন্দর ব্যবহারকারী এম এন আলম।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, মোংলা বন্দর জেটিতে আট মিটার গভীরতার জাহাজ ভিড়েছে। এ ক্ষেত্রে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেল। দীর্ঘদিন ধরে বন্দরের নিজস্ব খননের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনো বাধা থাকবে না।
শাহীন মজিদ আরও বলেন, ভবিষ্যতে সাড়ে আট থেকে নয় মিটার গভীরতার জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এ ছাড়া বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে বড় কর্মযজ্ঞ চলছে। যা এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১০ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১৩ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৩০ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে