সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের সংস্কারকাজ চলার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। বুধবার দুপুর থেকে এ যানজটের কবলে পড়ে ঠায় দাঁড়িয়ে থাকে দূরপাল্লার শত শত যানবাহন। পাশাপাশি যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের হাজারো যাত্রীকে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ যানজট বিকেল ৪টার পরও স্বাভাবিক হয়নি। এখনো মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা যানবাহন কচ্ছপ গতিতে কিছু দূর গিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়ছে।
সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘুরে দেখা যায় মহাসড়কের বাড়বকুণ্ড থেকে জোরামতল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার শত শত বাস, ট্রাক, কার, ট্যাক্সিসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ায় প্রচণ্ড গরমের মধ্যে অসংখ্য যাত্রী দারুণ কষ্ট করছেন।
যানজটের কবলে আটকা পড়া সীতাকুণ্ড পৌর সদর এলাকার বাসিন্দা অশোক দাস জানান, তিনি দুপুরে চট্টগ্রাম যেতে সীতাকুণ্ড পৌর সদর বাসস্টেশন থেকে গাড়িতে ওঠেন। বাসটি বাড়বকুণ্ড বাজার গিয়ে যানজটের কবলে আটকা পড়ে। সেখান থেকে ধীর গতিতে যেতে যেতে প্রায় দুই ঘণ্টারও অধিক সময় পর তিনি কুমিরা বাজার অতিক্রম করেন। তবে জোরামতল এলাকায় যাওয়ার পর আবারও যানজটের কবলে পড়েন। দীর্ঘ তিন ঘণ্টারও অধিক সময় ধরে যানজটে আটকা থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন তিনি।
বাড়বকুণ্ডের ভায়েরখীল এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, তিনি দুপুরের পর ব্যক্তিগত কাজে শহরে যেতে শুকলাল হাট বাজার থেকে গাড়িতে ওঠেন। কিন্তু যানজটের কারণে মন্থর গতিতে গাড়ি চালায় ৫ মিনিটের পথ বাঁশবাড়িয়া বাজার পর্যন্ত এসেছেন দুঘণ্টারও বেশি সময়ে। কী কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে, তা বুঝতে পারেননি তিনি। তবে বাঁশবাড়িয়া এলাকায় দীর্ঘক্ষণ যানজটে থাকার পর পুনরায় ফিরে এসেছেন তিনি।
এদিকে যানজটের বিষয়ে জানতে চাইলে যানজট নিরসনের দায়িত্বে থাকা বারআউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের কুমিরা এলাকার দিকে কিছু সংস্কারকাজ চলছে। গতকাল একই স্থানে সংস্কারকাজের কারণে ২৫ কিলোমিটারেরও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সংস্কারকাজের জন্য আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তবু তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ে যানজট নিয়ন্ত্রণে আসবে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক ও জনপদ বিভাগ পূর্বঘোষণা ছাড়াই সড়কের একপাশ বন্ধ করে সংস্কার কাজ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যানজটে আটকা পড়ে সমস্যায় পড়তে হয়েছে দূরপাল্লার যাত্রীদের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের সংস্কারকাজ চলার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। বুধবার দুপুর থেকে এ যানজটের কবলে পড়ে ঠায় দাঁড়িয়ে থাকে দূরপাল্লার শত শত যানবাহন। পাশাপাশি যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের হাজারো যাত্রীকে। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ যানজট বিকেল ৪টার পরও স্বাভাবিক হয়নি। এখনো মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা যানবাহন কচ্ছপ গতিতে কিছু দূর গিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়ছে।
সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘুরে দেখা যায় মহাসড়কের বাড়বকুণ্ড থেকে জোরামতল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার শত শত বাস, ট্রাক, কার, ট্যাক্সিসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ায় প্রচণ্ড গরমের মধ্যে অসংখ্য যাত্রী দারুণ কষ্ট করছেন।
যানজটের কবলে আটকা পড়া সীতাকুণ্ড পৌর সদর এলাকার বাসিন্দা অশোক দাস জানান, তিনি দুপুরে চট্টগ্রাম যেতে সীতাকুণ্ড পৌর সদর বাসস্টেশন থেকে গাড়িতে ওঠেন। বাসটি বাড়বকুণ্ড বাজার গিয়ে যানজটের কবলে আটকা পড়ে। সেখান থেকে ধীর গতিতে যেতে যেতে প্রায় দুই ঘণ্টারও অধিক সময় পর তিনি কুমিরা বাজার অতিক্রম করেন। তবে জোরামতল এলাকায় যাওয়ার পর আবারও যানজটের কবলে পড়েন। দীর্ঘ তিন ঘণ্টারও অধিক সময় ধরে যানজটে আটকা থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন তিনি।
বাড়বকুণ্ডের ভায়েরখীল এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, তিনি দুপুরের পর ব্যক্তিগত কাজে শহরে যেতে শুকলাল হাট বাজার থেকে গাড়িতে ওঠেন। কিন্তু যানজটের কারণে মন্থর গতিতে গাড়ি চালায় ৫ মিনিটের পথ বাঁশবাড়িয়া বাজার পর্যন্ত এসেছেন দুঘণ্টারও বেশি সময়ে। কী কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে, তা বুঝতে পারেননি তিনি। তবে বাঁশবাড়িয়া এলাকায় দীর্ঘক্ষণ যানজটে থাকার পর পুনরায় ফিরে এসেছেন তিনি।
এদিকে যানজটের বিষয়ে জানতে চাইলে যানজট নিরসনের দায়িত্বে থাকা বারআউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের কুমিরা এলাকার দিকে কিছু সংস্কারকাজ চলছে। গতকাল একই স্থানে সংস্কারকাজের কারণে ২৫ কিলোমিটারেরও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সংস্কারকাজের জন্য আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তবু তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ে যানজট নিয়ন্ত্রণে আসবে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক ও জনপদ বিভাগ পূর্বঘোষণা ছাড়াই সড়কের একপাশ বন্ধ করে সংস্কার কাজ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যানজটে আটকা পড়ে সমস্যায় পড়তে হয়েছে দূরপাল্লার যাত্রীদের।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে