Ajker Patrika

চট্টগ্রামে বাসায় বসে করোনা টিকা গ্রহণকারী ও দাতার রিমান্ড মঞ্জুর

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বাসায় বসে করোনা টিকা গ্রহণকারী ও দাতার রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের খুলশীতে বাসায় বসে কোভিড টিকা নেওয়ার মামলায় টিকা গ্রহণকারী ও টিকাদানকারীকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দেন। 

অভিযুক্তরা হলেন, টিকা গ্রহণকারী মো. হাসান এবং টিকাদানকারী মোবারক আলী। 

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা গত বুধবার এ দুই আসামির ৫ দিনের রিমান্ড চান। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে আদালত দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

প্রসঙ্গত, মো. হাসান খুলশীর জাকির হোসেন রোডের বাসায় বসে ৭ আগস্ট করোনা টিকা নেন। পরে টিকা গ্রহণের ছবিসহ ফেসবুকে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন। বাসায় বসে টিকা দিতে সহায়তা করায় মোবারক আলীকেও ধন্যবাদ দেন। পোস্টটি স্থানীয় শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদুল আলমের নজরে এলে তিনি সিভিল সার্জন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও পুলিশকে বিষয়টি জানান। ৮ আগস্ট পুলিশ দুজনকে গ্রেপ্তার করে খুলশী থানায় মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত