নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজের ২৮ নাবিককে জাহাজ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ড. পীযূষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের (নাবিক) জাহাজ থেকে সরিয়ে অলভিয়া বন্দরের উপকূলের বাংকারে নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (স্থানীয় সময় আড়াইটা) তাঁদের সরিয়ে নেওয়া হয়। তারা সবাই এখন নিরাপদ আছেন।’
এক প্রশ্নের জবাবে পীযূষ দত্ত বলেন, ‘বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আছে। বাংকার থেকে তাঁদের কোথায় নেওয়া হবে, ওনারা বলতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, সেখান থেকে তাঁদের পোল্যান্ডে নেওয়া হতে পারে।’
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে রয়েছেন, জাহাজের মাস্টার জিএম নুর ই আলম, অতিরিক্ত মাস্টার মো. মনসুরুল আমিন, এসিও সেলিম মিয়া, সেকেন্ড অফিসার রামকৃষ্ণ বিশ্বাস, থার্ড অফিসার রুকনুজ্জামান রাজিব, ডেক ক্যাডেট ফারিয়াতুল জান্নাত তুলি, ডেক ক্যাডেট-২ ফয়সাল আহমেদ সেতু, চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল, চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সারোয়ার সামি, ইসি-১ ফারজানা ইসলাম মৌ, ইসি-২ মো. শেখ সাদি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, বসুন মো. জামাল হোসাইন, এবি-১ মো. হানিফ, এবি-২ মো. আমিনুর ইসলাম, এবি-৩ মো. মহিন উদ্দিন, ওএস-১ হোসাইন মোহাম্মদ রাকিব, ওএস-২ সাজজাদ ইবনে আলম, ফিটার নাজমুল উদ্দিন, ইলেকট্রিশিয়ান, মোহাম্মদ নজরুল ইসলাম, অয়েলার-১ সারোয়ার হোসাইন, অয়েলার-২ মো. মাসুম বিল্লাহ, অয়েলার-৩ মোহাম্মদ হোসাইন, ফায়ারম্যান মো. আতিকুর রহমান, চিফ কুক মো. শফিকুর রহমান এবং জিএস মো. সাইফ উদ্দিন।

ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজের ২৮ নাবিককে জাহাজ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ড. পীযূষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের (নাবিক) জাহাজ থেকে সরিয়ে অলভিয়া বন্দরের উপকূলের বাংকারে নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (স্থানীয় সময় আড়াইটা) তাঁদের সরিয়ে নেওয়া হয়। তারা সবাই এখন নিরাপদ আছেন।’
এক প্রশ্নের জবাবে পীযূষ দত্ত বলেন, ‘বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আছে। বাংকার থেকে তাঁদের কোথায় নেওয়া হবে, ওনারা বলতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, সেখান থেকে তাঁদের পোল্যান্ডে নেওয়া হতে পারে।’
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে রয়েছেন, জাহাজের মাস্টার জিএম নুর ই আলম, অতিরিক্ত মাস্টার মো. মনসুরুল আমিন, এসিও সেলিম মিয়া, সেকেন্ড অফিসার রামকৃষ্ণ বিশ্বাস, থার্ড অফিসার রুকনুজ্জামান রাজিব, ডেক ক্যাডেট ফারিয়াতুল জান্নাত তুলি, ডেক ক্যাডেট-২ ফয়সাল আহমেদ সেতু, চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল, চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সারোয়ার সামি, ইসি-১ ফারজানা ইসলাম মৌ, ইসি-২ মো. শেখ সাদি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, বসুন মো. জামাল হোসাইন, এবি-১ মো. হানিফ, এবি-২ মো. আমিনুর ইসলাম, এবি-৩ মো. মহিন উদ্দিন, ওএস-১ হোসাইন মোহাম্মদ রাকিব, ওএস-২ সাজজাদ ইবনে আলম, ফিটার নাজমুল উদ্দিন, ইলেকট্রিশিয়ান, মোহাম্মদ নজরুল ইসলাম, অয়েলার-১ সারোয়ার হোসাইন, অয়েলার-২ মো. মাসুম বিল্লাহ, অয়েলার-৩ মোহাম্মদ হোসাইন, ফায়ারম্যান মো. আতিকুর রহমান, চিফ কুক মো. শফিকুর রহমান এবং জিএস মো. সাইফ উদ্দিন।

সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৪ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৪০ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
২ ঘণ্টা আগে