কক্সবাজার সমুদ্রসৈকতে নারীকে মারধর ও কান ধরিয়ে ওঠবসের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আজ শনিবার বিকেলে একজন ভুক্তভোগী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এই মামলা দায়ের করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় গ্রেপ্তার মো. ফারুকুল ইসলামকে প্রধান করে ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, বাদী আরোহী ইসলামসহ আরও সাতজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ১১ সেপ্টেম্বর রাত ১০টায় সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘুরতে যান। এ সময় প্রধান আসামি ফারুকুল ইসলাম নিজেকে ছাত্র সমন্বয়ক পরিচয় দেন। পরে হিজড়াদের পথরোধ করে বিচ এলাকায় অপকর্ম ও মানুষকে হয়রানির অভিযোগ তোলেন। একপর্যায়ে ফারুকুল ও নয়ন লাঠি দিয়ে হিজড়াদের বেধড়ক পিটিয়ে আহত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলেও উল্লেখ করা হয়। পরে কান ধরিয়ে ওঠবস করায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, প্রধান আসামি ফারুকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, সমুদ্রসৈকতে নারীদের মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফারুকুলকে শুক্রবার রাতে আটক করে।
আটক যুবক মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার আবদুল মাজেদের ছেলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে রাতে এক নারীকে কিছু যুবক ঘিরে ধরে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে। এ সময় লাঠি হাতে নেতৃত্ব দিচ্ছিলেন আটক যুবক মো. ফারুকুল ইসলাম।
এ সময় ফারুক ওই নারীকে শাসাতে শোনা যায়। নারীকে ঘিরে থাকা উপস্থিত অনেকেই এই দৃশ্য মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করতে দেখা যায়। কান ধরে ওঠবস করতে ওই নারী অপারগতা জানালে তাকে অভিযুক্ত যুবক ফারুকুল লাঠির আঘাত করে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৩ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৩ মিনিট আগে