শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় রহস্যজনক চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই শাখার ম্যানেজারসহ দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ওই এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার মো. রিপন হোসেন অজ্ঞাতদের বিবাদী করে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাতেই পুলিশ এজেন্ট ব্যাংকের ম্যানেজার চিতোষী পশ্চিম ইউনিয়নের হাড়িয়া গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে মো. সিরাজুল ইসলাম ফিরোজ ও অফিস সহকারী একই গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. মনির হোসেনকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তদন্তের স্বার্থে গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান।
প্রসঙ্গত, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশের এজেন্ট মম এন্টারপ্রাইজের এজেন্ট শাখায় গত সোমবার দিবাগত রাতে গ্রিল ও তালা কেটে অজ্ঞাত চোর প্রবেশ করে। ওই সময় তারা ব্যাংকের ভল্ট থেকে ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। চোরেরা ব্যাংকের দক্ষিণ পাশের জানালার গ্রিল ও পশ্চিম পাশের গ্রিল এবং প্রধান ফটকের তালাগুলো কেটে ফেলে। চাবি দিয়ে খোলা হলেও ভেতরে ভল্টের হাতল কেটে ফেলে। তারা সিসিটিভি ক্যামেরার চোখ এড়াতে হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে ব্যাংক সংশ্লিষ্টরা শাখায় এসে এ ঘটনা পুলিশকে জানায়।
ওই সময় এজেন্ট ব্যাংকের ম্যানেজার মো. সিরাজুল ইসলাম ফিরোজ জানান, তিনি সোমবার রাত সাড়ে ৯টায় শাখা বন্ধ করে বাসায় চলে যান, সকাল পৌনে ১০টায় এসে অফিসের প্রধান গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। তিনি আরও জানান, তিনি ভুলবশত ভল্টের চাবি শাখায় রেখে গেছেন।

চাঁদপুরের শাহরাস্তিতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় রহস্যজনক চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই শাখার ম্যানেজারসহ দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে ওই এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার মো. রিপন হোসেন অজ্ঞাতদের বিবাদী করে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
রাতেই পুলিশ এজেন্ট ব্যাংকের ম্যানেজার চিতোষী পশ্চিম ইউনিয়নের হাড়িয়া গ্রামের মৃত. দেলোয়ার হোসেনের ছেলে মো. সিরাজুল ইসলাম ফিরোজ ও অফিস সহকারী একই গ্রামের মো. জামাল হোসেনের ছেলে মো. মনির হোসেনকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তদন্তের স্বার্থে গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান।
প্রসঙ্গত, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশের এজেন্ট মম এন্টারপ্রাইজের এজেন্ট শাখায় গত সোমবার দিবাগত রাতে গ্রিল ও তালা কেটে অজ্ঞাত চোর প্রবেশ করে। ওই সময় তারা ব্যাংকের ভল্ট থেকে ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। চোরেরা ব্যাংকের দক্ষিণ পাশের জানালার গ্রিল ও পশ্চিম পাশের গ্রিল এবং প্রধান ফটকের তালাগুলো কেটে ফেলে। চাবি দিয়ে খোলা হলেও ভেতরে ভল্টের হাতল কেটে ফেলে। তারা সিসিটিভি ক্যামেরার চোখ এড়াতে হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে ব্যাংক সংশ্লিষ্টরা শাখায় এসে এ ঘটনা পুলিশকে জানায়।
ওই সময় এজেন্ট ব্যাংকের ম্যানেজার মো. সিরাজুল ইসলাম ফিরোজ জানান, তিনি সোমবার রাত সাড়ে ৯টায় শাখা বন্ধ করে বাসায় চলে যান, সকাল পৌনে ১০টায় এসে অফিসের প্রধান গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। তিনি আরও জানান, তিনি ভুলবশত ভল্টের চাবি শাখায় রেখে গেছেন।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১৫ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে