Ajker Patrika

কুসিক নির্বাচনে বৃষ্টির বাগড়া

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
আপডেট : ১৫ জুন ২০২২, ১১: ৫২
কুসিক নির্বাচনে বৃষ্টির বাগড়া

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। এতে বাধাপ্রাপ্ত হচ্ছে ভোটগ্রহণ। আজ বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর সকাল ৯টার আগে থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। 

বৃষ্টির আগে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু ৯টার পরে বৃষ্টি বাড়লে ভোটাররা বারান্দায় উঠে যান।

তবে বৃষ্টি উপেক্ষা করেও নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভোটাররা খুশি। তাঁরা বলেন, সহজেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

বৃষ্টির মধ্যেও ভোটারদের ভীড়ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে কথা হয় বেসরকারি চাকরিজীবী উত্তমের সঙ্গে। তিনি বলেন, যাঁকে সব সময়ই বিপদে-আপদে পাওয়া যায়, তাঁকেই ভোট দিয়েছি। বিশেষ করে কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট দিতে এসেছি। আশা করি, যাঁরা বিজয়ী হবেন, তাঁরা নাগরিকদের সমস্যা সমাধানে আন্তরিক হবেন। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

বৃষ্টির মধ্যে কেন ভোট দিতে এলেন এমন প্রশ্নের জবাবে প্রদীপ কুমার সাহা নামের এক ভোটার বলেন, ‘ভোট আমার নাগরিক অধিকার। তাই বৃষ্টির মধ্যে চলে আসছি। আশা করি, যোগ্য প্রার্থী বিজয়ী হবেন।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...