নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে সড়কে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার থেকে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া সেই রিকশাচালকের পরিবার পাবে পাঁচ লাখ টাকা। চট্টগ্রাম জেলা প্রশাসকের মধ্যস্থতায় স্থায়ী আমানত হিসেবে এই টাকা দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ ছাড়া নিহতের পরিবারের যোগ্য কাউকে চাকরি দেওয়া হবে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিকশাচালক জাহেদ আলীর (২৫) মৃত্যুর ঘটনাটি ছিল মর্মান্তিক। ওই ঘটনার পর আমি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, সচিবের সঙ্গে কথা বলি। পরে প্রতিমন্ত্রী নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকার স্থায়ী আমানত করে দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী তাঁকে বিদ্যুৎসচিব ও পিডিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলেন। আমি পিডিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে স্থায়ী আমানত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছি।’
পিডিবির চেয়ারম্যান দ্রুততম সময়ের মধ্যে পরিবারটিকে পাঁচ লাখ টাকার একটি স্থায়ী আমানত করে দেবেন। এ ছাড়া জাহেদ আলীর পরিবারে যদি যোগ্য কেউ থাকেন, তাহলে তাঁর চাকরির ব্যবস্থা করা হবে বলে প্রতিমন্ত্রী ও সচিব আশ্বাস দিয়েছেন বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক।
গত রোববার অক্সিজেন মোড় দিয়ে যাওয়ার সময় সড়কে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে বিদ্যুতায়িত হন রিকশাচালক জাহেদ আলী। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, জাহেদ আলীর বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের কূলগাঁও এলাকায় বসবাস করতেন। তাঁর স্ত্রী এবং আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।

চট্টগ্রাম নগরীতে সড়কে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার থেকে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া সেই রিকশাচালকের পরিবার পাবে পাঁচ লাখ টাকা। চট্টগ্রাম জেলা প্রশাসকের মধ্যস্থতায় স্থায়ী আমানত হিসেবে এই টাকা দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ ছাড়া নিহতের পরিবারের যোগ্য কাউকে চাকরি দেওয়া হবে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিকশাচালক জাহেদ আলীর (২৫) মৃত্যুর ঘটনাটি ছিল মর্মান্তিক। ওই ঘটনার পর আমি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, সচিবের সঙ্গে কথা বলি। পরে প্রতিমন্ত্রী নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকার স্থায়ী আমানত করে দেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী তাঁকে বিদ্যুৎসচিব ও পিডিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলেন। আমি পিডিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে স্থায়ী আমানত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছি।’
পিডিবির চেয়ারম্যান দ্রুততম সময়ের মধ্যে পরিবারটিকে পাঁচ লাখ টাকার একটি স্থায়ী আমানত করে দেবেন। এ ছাড়া জাহেদ আলীর পরিবারে যদি যোগ্য কেউ থাকেন, তাহলে তাঁর চাকরির ব্যবস্থা করা হবে বলে প্রতিমন্ত্রী ও সচিব আশ্বাস দিয়েছেন বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক।
গত রোববার অক্সিজেন মোড় দিয়ে যাওয়ার সময় সড়কে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে বিদ্যুতায়িত হন রিকশাচালক জাহেদ আলী। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, জাহেদ আলীর বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরের কূলগাঁও এলাকায় বসবাস করতেন। তাঁর স্ত্রী এবং আট মাস বয়সী একটি সন্তান রয়েছে।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৫ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১৯ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
২৫ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে