Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নতুন করে ২০ জনকে পুশ ইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৫, ১৫: ১২
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নতুন করে ২০ জনকে পুশ ইন করেছে বিএসএফ
শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে ওই সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪/৫-এর ১এস এলাকা দিয়ে তাদের পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করেন বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে।

বিজিবি অধিনায়ক জানান, আজ সকালে বৃষ্টির মধ্যে মাসুদপুর সীমান্ত দিয়ে বিএসফ ২০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। পরে ২০ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের বিজিবির হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গিয়ে কাজ করছিল।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং গত ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে আট বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত