প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ জন। মৃতরা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল।
মৃতরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের খুরশিদা বেগম (৬০) ও উপজেলার হাটিলা এলাকার সাজেদা বেগম (৫৫)। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১৪৬ জন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ২৭৬টি নমুনার মধ্যে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে ১৪৮টি নমুনার মধ্যে ৭০টি করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪৩ জন। এতে শনাক্তের হার ৩৯ দশমিক ৮৫ শতাংশ। যা চাঁদপুরে চলতি বছরে সর্বোচ্চ করোনা শনাক্তের নতুন রেকর্ড তৈরি করেছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৯ জন, মতলব দক্ষিণের ৫ জন, হাজীগঞ্জের ১৯ জন, ফরিদগঞ্জের ২৯ জন, হাইমচরের ৭ জন, কচুয়ার ১৯ জন, শাহরাস্তির ২৩ জন ও মতলব উত্তরের ১৮ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ৬৫ জন। তাঁদের মধ্যে চাঁদপুর সদরের ৩১ জন, মতলব উত্তরের ৯ জন, মতলব দক্ষিণের ৭ জন, ফরিদগঞ্জের ৩ জন, হাজীগঞ্জের ৩ জন, কচুয়ার ৪ জন, হাইমচরের ২ জন ও শাহরাস্তির ৬ জন রয়েছেন।
এখন পর্যন্ত উপজেলায় মোট মৃতের সংখ্যা ১৪৬ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬৫৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৩৫ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ জন। মৃতরা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল।
মৃতরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের খুরশিদা বেগম (৬০) ও উপজেলার হাটিলা এলাকার সাজেদা বেগম (৫৫)। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১৪৬ জন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ২৭৬টি নমুনার মধ্যে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে ১৪৮টি নমুনার মধ্যে ৭০টি করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪৩ জন। এতে শনাক্তের হার ৩৯ দশমিক ৮৫ শতাংশ। যা চাঁদপুরে চলতি বছরে সর্বোচ্চ করোনা শনাক্তের নতুন রেকর্ড তৈরি করেছে।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৯ জন, মতলব দক্ষিণের ৫ জন, হাজীগঞ্জের ১৯ জন, ফরিদগঞ্জের ২৯ জন, হাইমচরের ৭ জন, কচুয়ার ১৯ জন, শাহরাস্তির ২৩ জন ও মতলব উত্তরের ১৮ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ৬৫ জন। তাঁদের মধ্যে চাঁদপুর সদরের ৩১ জন, মতলব উত্তরের ৯ জন, মতলব দক্ষিণের ৭ জন, ফরিদগঞ্জের ৩ জন, হাজীগঞ্জের ৩ জন, কচুয়ার ৪ জন, হাইমচরের ২ জন ও শাহরাস্তির ৬ জন রয়েছেন।
এখন পর্যন্ত উপজেলায় মোট মৃতের সংখ্যা ১৪৬ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬৫৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৩৫ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে