Ajker Patrika

চাঁদপুরে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ৪৯৮ জন, মৃত্যু ১১

প্রতিনিধি, চাঁদপুর
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৪: ৫৩
চাঁদপুরে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ৪৯৮ জন, মৃত্যু ১১

চাঁদপুরে এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৪৫টি নমুনা পরীক্ষায় ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৪৭ দশমিক ৬৫ শতাংশ; যা গত দেড় বছরে রেকর্ড শনাক্ত ও নমুনা সংগ্রহের সংখ্যা। এ সময় চাঁদপুর সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৭ জনসহ মারা গেছেন মোট ১১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল। 

মৃতরা হলেন কচুয়া উপজেলার মনোয়ারা (৬০), আমেনা বেগম (৬৫) ও মনি (৫৫); ফরিদগঞ্জ উপজেলার খলিলুর রহমান (৮৫), আমির হোসেন (৭৫) ও ইউসুফ পাঠান (৭০); চাঁদপুর উপজেলার সামছুন্নাহার (৭৫) ও মো. শাহজাহান খান (৬৫); মতলব দক্ষিণ উপজেলার আবুল বাশার (৫৫); চাঁদপুর সদর উপজেলার মো. শাহজাহান খান (৬৫); মতলব দক্ষিণ উপজেলার ইসহাক সরকার (৪৮)। 

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২০৪, হাজীগঞ্জের ৪০, ফরিদগঞ্জের ৫৩, মতলব উত্তরের ৩৫, মতলব দক্ষিণের ৪৫, শাহরাস্তির ৫১, কচুয়ার ৪৮ ও হাইমচরের ২২ জন রয়েছেন। একই দিনে সুস্থ হয়েছেন ১২৫ জন। তাঁদের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৫৬, মতলব উত্তরের ১, ফরিদগঞ্জের ১৩, হাজীগঞ্জের ১১, কচুয়ার ৩, শাহরাস্তির ২৮, হাইমচরের ৬ ও মতলব দক্ষিণের ৭ জন।

এ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১০৫। মোট মারা গেছেন ১৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪২০। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮৮ ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৪৩৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত