Ajker Patrika

কচুয়ায় ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 
নিহতের পরিবারের সদস্যদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
নিহতের পরিবারের সদস্যদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের কচুয়া উপজেলায় ছেলের দায়ের কোপে আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বাইছারা গ্রামে নোয়াপাড়া প্রধানীয়া বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ছেলে মো. হোসাইনকে (৩৫) আটক করা হয়েছে। নিহতের বড় ছেলে নোমান সরকার জানান, বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে বাবা আব্দুল খালেকের সঙ্গে হোসাইনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে বাবাকে কোপাতে থাকেন হোসাইন। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে এসে দেখি, লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। হত্যাকারীর বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া উচিত।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, বাবাকে হত্যা করে পালানোর সময় স্থানীয়রা হোসাইনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোসাইনকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ