মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

শীতের আগমনে অতিথি পাখির কলতানে মতলব উত্তরের চরাঞ্চল মুখর হয়ে উঠেছে। প্রকৃতিতে লেগেছে নান্দনিক ছোঁয়া। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকাশিম, বোরো চর, চরওমেদ, জহিরাবাদ চর, চর হুরমহিষা, চর এলেন, চর জিংকিং, চর ওয়েষ্টার, বাহেরচরে এখন পাখিদের মেলা বসেছে।
বিচিত্র পাখপাখালির মধুময় কলতানে প্রতিদিন মুখরিত হয়ে উঠছে এখানকার জনপদ। বছরজুড়ে হরেক রকম পাখির সমাবেশে সরব থাকলেও, শীতে যেন নতুন প্রাণ পায় এসব অঞ্চলের পাখিরা। এদের সঙ্গে যোগ দেয় সাইবেরিয়াসহ পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে আগত পাখির দল। এরই মধ্যে হাজারো প্রকৃতিপ্রেমীকে আকৃষ্ট করেছে বিচিত্র ও বর্ণিল অতিথি পাখি।
ইব্রাহিম গাজী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘চরের সৌন্দর্য বাড়িয়ে দেয় অতিথি পাখি। দল বেঁধে পাখিদের উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহের দৃশ্য সত্যিই অতুলনীয়। পাখিদের কিচিরমিচির শুনতে অনেক ভালো লাগে। শীত মৌসুমে অনেকে পাখি দেখতে এখানে ছুটে আসেন।’
তবে এলাকাবাসীর অভিযোগ, একশ্রেণির অসাধু শিকারি বিষটোপ, ধান ও ছোট ছোট মাছের সঙ্গে বিষ মিশিয়ে পাখি শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। চরে আশ্রয় নেওয়া পাখিরা অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে। এ ছাড়া অতিথি পাখিরা আবাসস্থল, বিচরণভূমি ও খাদ্যের সংকটেও রয়েছে।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শীতের শুরুতে মতলব উত্তরের বিভিন্ন চরে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। অতিথি পাখি নিধন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শীতের আগমনে অতিথি পাখির কলতানে মতলব উত্তরের চরাঞ্চল মুখর হয়ে উঠেছে। প্রকৃতিতে লেগেছে নান্দনিক ছোঁয়া। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকাশিম, বোরো চর, চরওমেদ, জহিরাবাদ চর, চর হুরমহিষা, চর এলেন, চর জিংকিং, চর ওয়েষ্টার, বাহেরচরে এখন পাখিদের মেলা বসেছে।
বিচিত্র পাখপাখালির মধুময় কলতানে প্রতিদিন মুখরিত হয়ে উঠছে এখানকার জনপদ। বছরজুড়ে হরেক রকম পাখির সমাবেশে সরব থাকলেও, শীতে যেন নতুন প্রাণ পায় এসব অঞ্চলের পাখিরা। এদের সঙ্গে যোগ দেয় সাইবেরিয়াসহ পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে আগত পাখির দল। এরই মধ্যে হাজারো প্রকৃতিপ্রেমীকে আকৃষ্ট করেছে বিচিত্র ও বর্ণিল অতিথি পাখি।
ইব্রাহিম গাজী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘চরের সৌন্দর্য বাড়িয়ে দেয় অতিথি পাখি। দল বেঁধে পাখিদের উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহের দৃশ্য সত্যিই অতুলনীয়। পাখিদের কিচিরমিচির শুনতে অনেক ভালো লাগে। শীত মৌসুমে অনেকে পাখি দেখতে এখানে ছুটে আসেন।’
তবে এলাকাবাসীর অভিযোগ, একশ্রেণির অসাধু শিকারি বিষটোপ, ধান ও ছোট ছোট মাছের সঙ্গে বিষ মিশিয়ে পাখি শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। চরে আশ্রয় নেওয়া পাখিরা অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে। এ ছাড়া অতিথি পাখিরা আবাসস্থল, বিচরণভূমি ও খাদ্যের সংকটেও রয়েছে।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শীতের শুরুতে মতলব উত্তরের বিভিন্ন চরে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। অতিথি পাখি নিধন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে