চাঁদপুর প্রতিনিধি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মহেশখালী উপকূলের গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে জাহাজ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বন্ধ রয়েছে। এতে চাঁদপুর জেলায় প্রায় ২০ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই সংকট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা, বিশেষ করে রান্না নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মীর ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ কমে যায়। বৃহস্পতিবার ভোর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় সরবরাহ।
শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকার গৃহিণী নাজমা আক্তার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ এলেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে গ্রাহকদের সতর্ক করা উচিত। মাইকিং করলে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারি।’
নিউ ট্রাক রোডের ঢালীবাড়ির বাসিন্দা ফাতেমা আক্তার বলেন, ‘সকালে চুলায় আগুন দিতে গিয়ে দেখি গ্যাস নেই। ৮টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাশতা বানাতে পারিনি। বাসায় অতিথি ছিল, খুব বিপদে পড়েছি।’
প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন, ‘জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে গেছে। চাঁদপুরে গ্যাস আসে মহেশখালী টার্মিনাল থেকে, যা লাকসামের বিজরা হয়ে সরবরাহ হয়। সাগর উত্তাল হলে নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’
তিনি জানান, চাঁদপুর জেলার একটি বিদ্যুৎকেন্দ্র, পাঁচটি সিএনজি স্টেশন এবং ২০ হাজার আবাসিক গ্রাহক এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গ্যাস সরবরাহও পুনরায় চালু হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মহেশখালী উপকূলের গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে জাহাজ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বন্ধ রয়েছে। এতে চাঁদপুর জেলায় প্রায় ২০ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই সংকট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা, বিশেষ করে রান্না নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মীর ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ কমে যায়। বৃহস্পতিবার ভোর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় সরবরাহ।
শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকার গৃহিণী নাজমা আক্তার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ এলেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে গ্রাহকদের সতর্ক করা উচিত। মাইকিং করলে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারি।’
নিউ ট্রাক রোডের ঢালীবাড়ির বাসিন্দা ফাতেমা আক্তার বলেন, ‘সকালে চুলায় আগুন দিতে গিয়ে দেখি গ্যাস নেই। ৮টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাশতা বানাতে পারিনি। বাসায় অতিথি ছিল, খুব বিপদে পড়েছি।’
প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন, ‘জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে গেছে। চাঁদপুরে গ্যাস আসে মহেশখালী টার্মিনাল থেকে, যা লাকসামের বিজরা হয়ে সরবরাহ হয়। সাগর উত্তাল হলে নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’
তিনি জানান, চাঁদপুর জেলার একটি বিদ্যুৎকেন্দ্র, পাঁচটি সিএনজি স্টেশন এবং ২০ হাজার আবাসিক গ্রাহক এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গ্যাস সরবরাহও পুনরায় চালু হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে