চাঁদপুর প্রতিনিধি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মহেশখালী উপকূলের গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে জাহাজ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বন্ধ রয়েছে। এতে চাঁদপুর জেলায় প্রায় ২০ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই সংকট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা, বিশেষ করে রান্না নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মীর ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ কমে যায়। বৃহস্পতিবার ভোর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় সরবরাহ।
শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকার গৃহিণী নাজমা আক্তার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ এলেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে গ্রাহকদের সতর্ক করা উচিত। মাইকিং করলে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারি।’
নিউ ট্রাক রোডের ঢালীবাড়ির বাসিন্দা ফাতেমা আক্তার বলেন, ‘সকালে চুলায় আগুন দিতে গিয়ে দেখি গ্যাস নেই। ৮টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাশতা বানাতে পারিনি। বাসায় অতিথি ছিল, খুব বিপদে পড়েছি।’
প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন, ‘জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে গেছে। চাঁদপুরে গ্যাস আসে মহেশখালী টার্মিনাল থেকে, যা লাকসামের বিজরা হয়ে সরবরাহ হয়। সাগর উত্তাল হলে নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’
তিনি জানান, চাঁদপুর জেলার একটি বিদ্যুৎকেন্দ্র, পাঁচটি সিএনজি স্টেশন এবং ২০ হাজার আবাসিক গ্রাহক এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গ্যাস সরবরাহও পুনরায় চালু হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মহেশখালী উপকূলের গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে জাহাজ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বন্ধ রয়েছে। এতে চাঁদপুর জেলায় প্রায় ২০ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই সংকট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা, বিশেষ করে রান্না নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মীর ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।
চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ কমে যায়। বৃহস্পতিবার ভোর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় সরবরাহ।
শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকার গৃহিণী নাজমা আক্তার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ এলেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে গ্রাহকদের সতর্ক করা উচিত। মাইকিং করলে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারি।’
নিউ ট্রাক রোডের ঢালীবাড়ির বাসিন্দা ফাতেমা আক্তার বলেন, ‘সকালে চুলায় আগুন দিতে গিয়ে দেখি গ্যাস নেই। ৮টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাশতা বানাতে পারিনি। বাসায় অতিথি ছিল, খুব বিপদে পড়েছি।’
প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন, ‘জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে গেছে। চাঁদপুরে গ্যাস আসে মহেশখালী টার্মিনাল থেকে, যা লাকসামের বিজরা হয়ে সরবরাহ হয়। সাগর উত্তাল হলে নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’
তিনি জানান, চাঁদপুর জেলার একটি বিদ্যুৎকেন্দ্র, পাঁচটি সিএনজি স্টেশন এবং ২০ হাজার আবাসিক গ্রাহক এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গ্যাস সরবরাহও পুনরায় চালু হবে।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১৬ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
২২ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
৩৩ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৪০ মিনিট আগে