Ajker Patrika

চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগে ২০ হাজার গ্রাহক

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগে ২০ হাজার গ্রাহক
গ্যাসের চুলা। ছবি: আজকের পত্রিকা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মহেশখালী উপকূলের গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে জাহাজ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বন্ধ রয়েছে। এতে চাঁদপুর জেলায় প্রায় ২০ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই সংকট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা, বিশেষ করে রান্না নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মীর ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ কমে যায়। বৃহস্পতিবার ভোর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় সরবরাহ।

শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকার গৃহিণী নাজমা আক্তার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ এলেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে গ্রাহকদের সতর্ক করা উচিত। মাইকিং করলে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারি।’

নিউ ট্রাক রোডের ঢালীবাড়ির বাসিন্দা ফাতেমা আক্তার বলেন, ‘সকালে চুলায় আগুন দিতে গিয়ে দেখি গ্যাস নেই। ৮টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাশতা বানাতে পারিনি। বাসায় অতিথি ছিল, খুব বিপদে পড়েছি।’

প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন, ‘জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে গেছে। চাঁদপুরে গ্যাস আসে মহেশখালী টার্মিনাল থেকে, যা লাকসামের বিজরা হয়ে সরবরাহ হয়। সাগর উত্তাল হলে নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।’

তিনি জানান, চাঁদপুর জেলার একটি বিদ্যুৎকেন্দ্র, পাঁচটি সিএনজি স্টেশন এবং ২০ হাজার আবাসিক গ্রাহক এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গ্যাস সরবরাহও পুনরায় চালু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত