ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন। এনটিভি ও দৈনিক কালবেলার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও তাঁর অনুসারীদের মাধ্যমে তিনি এ হামলার শিকার হন বলে জানা গেছে।
হামলার শিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, শ্রদ্ধা জানাতে ও পেশাগত দায়িত্ব পালনে একুশের প্রথম প্রহরে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শহীদ মিনারে যান তিনি। সেখানে জাতীয় নাগরিক কমিটির দুজনকে ছাত্রলীগ বলে পেটানো হচ্ছিল। তখন ঘটনার ফুটেজ নেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন দৌড়ে এসে মোবাইল কেড়ে নেন। একপর্যায়ে তিনি ও তাঁর সঙ্গে থাকা লোকজন মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে পুলিশ বলছে, নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে শহীদ মিনারে আসেন। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিলেন। তাঁকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকে মারধর করা হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল বাশার জানান, মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাঁকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান গণমাধ্যমকে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। তবে আমি শহীদ মিনারে ছিলাম আর ঘটনা ঘটেছে বাইরে। এ বিষয়ে বশিরই ভালো বলতে পারবে।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যাওয়ার পর নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে আসে। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিল। তাকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করে। সোহেল যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত তার প্রমাণও পুলিশ পেয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ সোহেলকে হেফাজতে নেওয়ার সময় তাঁকে মারধর করতে থাকেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকেও মারধর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন। এনটিভি ও দৈনিক কালবেলার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও তাঁর অনুসারীদের মাধ্যমে তিনি এ হামলার শিকার হন বলে জানা গেছে।
হামলার শিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, শ্রদ্ধা জানাতে ও পেশাগত দায়িত্ব পালনে একুশের প্রথম প্রহরে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শহীদ মিনারে যান তিনি। সেখানে জাতীয় নাগরিক কমিটির দুজনকে ছাত্রলীগ বলে পেটানো হচ্ছিল। তখন ঘটনার ফুটেজ নেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন দৌড়ে এসে মোবাইল কেড়ে নেন। একপর্যায়ে তিনি ও তাঁর সঙ্গে থাকা লোকজন মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে পুলিশ বলছে, নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে শহীদ মিনারে আসেন। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিলেন। তাঁকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকে মারধর করা হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল বাশার জানান, মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাঁকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান গণমাধ্যমকে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। তবে আমি শহীদ মিনারে ছিলাম আর ঘটনা ঘটেছে বাইরে। এ বিষয়ে বশিরই ভালো বলতে পারবে।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যাওয়ার পর নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে আসে। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিল। তাকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করে। সোহেল যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত তার প্রমাণও পুলিশ পেয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ সোহেলকে হেফাজতে নেওয়ার সময় তাঁকে মারধর করতে থাকেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকেও মারধর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে