ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন। এনটিভি ও দৈনিক কালবেলার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও তাঁর অনুসারীদের মাধ্যমে তিনি এ হামলার শিকার হন বলে জানা গেছে।
হামলার শিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, শ্রদ্ধা জানাতে ও পেশাগত দায়িত্ব পালনে একুশের প্রথম প্রহরে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শহীদ মিনারে যান তিনি। সেখানে জাতীয় নাগরিক কমিটির দুজনকে ছাত্রলীগ বলে পেটানো হচ্ছিল। তখন ঘটনার ফুটেজ নেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন দৌড়ে এসে মোবাইল কেড়ে নেন। একপর্যায়ে তিনি ও তাঁর সঙ্গে থাকা লোকজন মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে পুলিশ বলছে, নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে শহীদ মিনারে আসেন। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিলেন। তাঁকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকে মারধর করা হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল বাশার জানান, মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাঁকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান গণমাধ্যমকে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। তবে আমি শহীদ মিনারে ছিলাম আর ঘটনা ঘটেছে বাইরে। এ বিষয়ে বশিরই ভালো বলতে পারবে।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যাওয়ার পর নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে আসে। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিল। তাকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করে। সোহেল যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত তার প্রমাণও পুলিশ পেয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ সোহেলকে হেফাজতে নেওয়ার সময় তাঁকে মারধর করতে থাকেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকেও মারধর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন। এনটিভি ও দৈনিক কালবেলার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন ও তাঁর অনুসারীদের মাধ্যমে তিনি এ হামলার শিকার হন বলে জানা গেছে।
হামলার শিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, শ্রদ্ধা জানাতে ও পেশাগত দায়িত্ব পালনে একুশের প্রথম প্রহরে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে শহীদ মিনারে যান তিনি। সেখানে জাতীয় নাগরিক কমিটির দুজনকে ছাত্রলীগ বলে পেটানো হচ্ছিল। তখন ঘটনার ফুটেজ নেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন দৌড়ে এসে মোবাইল কেড়ে নেন। একপর্যায়ে তিনি ও তাঁর সঙ্গে থাকা লোকজন মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে পুলিশ বলছে, নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে শহীদ মিনারে আসেন। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিলেন। তাঁকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকে মারধর করা হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল বাশার জানান, মাহমুদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর তাঁকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান গণমাধ্যমকে বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। তবে আমি শহীদ মিনারে ছিলাম আর ঘটনা ঘটেছে বাইরে। এ বিষয়ে বশিরই ভালো বলতে পারবে।’
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্ররা সম্মিলিতভাবে ফুল দিয়ে শহীদ মিনার থেকে চলে যাওয়ার পর নাগরিক কমিটির একাংশের নেতা-কর্মীরা ফুল দিতে আসে। তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী সোহেলও ছিল। তাকে দেখে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করে। সোহেল যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত তার প্রমাণও পুলিশ পেয়েছে।
ওসি আরও বলেন, পুলিশ সোহেলকে হেফাজতে নেওয়ার সময় তাঁকে মারধর করতে থাকেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিক মাহমুদকেও মারধর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
৭ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
১৮ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
২৫ মিনিট আগে