মারুফ কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ঠিক পাঁচ দিন আগে নির্বাচনী এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। আজ বুধবার ভোটের দিনেও তাঁর সন্ধান নেই। ভোটের মাঠে নেই আসিফের কোনো কর্মী। এমনকি ভোটের কক্ষেও দেখা মেলেনি তাঁর কোনো পোলিং এজেন্টের। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণের পর সাতটি কেন্দ্র ঘুরে কোথাও তাঁর এজেন্টের উপস্থিতি দেখা যায়নি। এসব ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও খুবই কম দেখা যায়।
সরাইলের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচন কর্মকর্তারা সরব থাকলেও একজন ভোটারও ছিলেন না তখন। এখানে ভোটার ৩ হাজার ৬৯৭ জন। ভোটার না থাকার পাশাপাশি ছিলেন না নিখোঁজ আসিফের এজেন্টও। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, মোটরগাড়ি প্রতীকের কোনো এজেন্ট এখনো আসেননি। হয়তো পরে আসবেন।
সরাইলের কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রেও একই দৃশ্য। ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র কুন্ড আজকের পত্রিকাকে বলেন, দেড় ঘণ্টায় দেড় পারসেন্টেরও কম ভোট কাস্ট হয়েছে। কলার ছড়ি ও লাঙ্গলের এজেন্ট ছাড়া এখনো কাউকে দেখিনি।
সরাইলের কালীগচ্চ পাটশালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৫৪টি। এখানেও দেখা মেলেনি নিখোঁজ আসিফের কোনো এজেন্টের। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী জানান, ভোটার উপস্থিতি একেবারেই কম। সব প্রার্থীর এজেন্টও নেই।
বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক মনে করছেন প্রিসাইডিং কর্মকর্তা নাইম খান। তিনি জানান, ৩ হাজার ১২৯ ভোটারের মধ্যে ২ ঘণ্টায় ভোট দিয়েছেন শতাধিক ভোটার। প্রার্থীর এজেন্ট অনুপস্থিতির কারণ জানেন না জানিয়ে নাইম খান বলেন, ‘এটা তো আমার জানার কথা না। কেউ না এলে তো তাকে ধরে আনা যাবে না।’
এদিকে নিখোঁজ থাকা আসিফের স্ত্রী মেহেরুন্নিসা অভিযোগ করেছেন, কেন্দ্র থেকে আসিফের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। মুঠোফোনে তিনি বলেন, ‘অনেক কেন্দ্রেই এজেন্ট দেওয়া যায়নি। আবার এজেন্ট গেলেও তাঁকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।’
মেহেরুন্নিসা আরও অভিযোগ করে জানান, বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোটারদের ফিঙ্গার মেলার পর তাঁদের বের করে দিয়ে অন্য লোকজন ভোট দিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ঠিক পাঁচ দিন আগে নির্বাচনী এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। আজ বুধবার ভোটের দিনেও তাঁর সন্ধান নেই। ভোটের মাঠে নেই আসিফের কোনো কর্মী। এমনকি ভোটের কক্ষেও দেখা মেলেনি তাঁর কোনো পোলিং এজেন্টের। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণের পর সাতটি কেন্দ্র ঘুরে কোথাও তাঁর এজেন্টের উপস্থিতি দেখা যায়নি। এসব ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও খুবই কম দেখা যায়।
সরাইলের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচন কর্মকর্তারা সরব থাকলেও একজন ভোটারও ছিলেন না তখন। এখানে ভোটার ৩ হাজার ৬৯৭ জন। ভোটার না থাকার পাশাপাশি ছিলেন না নিখোঁজ আসিফের এজেন্টও। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, মোটরগাড়ি প্রতীকের কোনো এজেন্ট এখনো আসেননি। হয়তো পরে আসবেন।
সরাইলের কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রেও একই দৃশ্য। ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র কুন্ড আজকের পত্রিকাকে বলেন, দেড় ঘণ্টায় দেড় পারসেন্টেরও কম ভোট কাস্ট হয়েছে। কলার ছড়ি ও লাঙ্গলের এজেন্ট ছাড়া এখনো কাউকে দেখিনি।
সরাইলের কালীগচ্চ পাটশালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৫৪টি। এখানেও দেখা মেলেনি নিখোঁজ আসিফের কোনো এজেন্টের। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী জানান, ভোটার উপস্থিতি একেবারেই কম। সব প্রার্থীর এজেন্টও নেই।
বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক মনে করছেন প্রিসাইডিং কর্মকর্তা নাইম খান। তিনি জানান, ৩ হাজার ১২৯ ভোটারের মধ্যে ২ ঘণ্টায় ভোট দিয়েছেন শতাধিক ভোটার। প্রার্থীর এজেন্ট অনুপস্থিতির কারণ জানেন না জানিয়ে নাইম খান বলেন, ‘এটা তো আমার জানার কথা না। কেউ না এলে তো তাকে ধরে আনা যাবে না।’
এদিকে নিখোঁজ থাকা আসিফের স্ত্রী মেহেরুন্নিসা অভিযোগ করেছেন, কেন্দ্র থেকে আসিফের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। মুঠোফোনে তিনি বলেন, ‘অনেক কেন্দ্রেই এজেন্ট দেওয়া যায়নি। আবার এজেন্ট গেলেও তাঁকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।’
মেহেরুন্নিসা আরও অভিযোগ করে জানান, বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোটারদের ফিঙ্গার মেলার পর তাঁদের বের করে দিয়ে অন্য লোকজন ভোট দিচ্ছেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে