শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

সিনেমার নায়ক না হলেও বগুড়ার শিবগঞ্জের মোকামতলার আবদুল করিমের দুটি স্বপ্নের নাম হিরো আলম ও যুবরাজ। তিনি পেশাদার খামারি নন, তবে শখের বশে প্রায় চার বছর ধরে দুটি ষাঁড় লালনপালন করছেন। আদর করে ষাঁড় দুটির নাম দিয়েছেন হিরো আলম ও যুবরাজ। ফ্রিজিয়ান জাতের এই দুই ষাঁড়ের বর্তমান ওজন ১২০০ ও ১২৫০ কেজি। আবদুল করিমের আশা, এবারের কোরবানির পশুর হাটে তাঁর এই দুই স্বপ্নের দাম হাঁকবেন ২৫ থেকে ৩০ লাখ টাকা এবং কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারলে গরুর খামার গড়ে তুলবেন।
আজ মঙ্গলবার সরেজমিনে উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামে গেলে দেখা গেছে আবদুল করিম ষাঁড় দুটির যত্ন নিচ্ছেন। এ সময় কথা হয় তাঁর সঙ্গে।
করিম বলেন, ‘গরু লালনপালন করা আমার শখ। প্রায় চার বছর ধরে হিরো আলম ও যুবরাজকে ঘাস, খইল, ভুসি খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে লালনপালন করে বড় করেছি। প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার টাকার খাবার ষাঁড় দুটিকে দিতে হয়। প্রতিদিন উৎসুক মানুষ হিরো আলম ও যুবরাজকে দেখতে বাড়িতে আসছেন। ক্রেতা এলে গোয়ালঘর থেকে ষাঁড় দুটি বের করতে বেশ কষ্টই হয়।’
আবদুল করিম আরও বলেন, ‘হিরো আলম ও যুবরাজকে আশা করছি কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারব। যদি কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারি, তবে একটি গরুর খামার করব।’
আবদুল করিমের প্রতিবেশীরা বলেন, দিন-রাত গরুর যত্ন-আত্তি করেই সময় কাটে আবদুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের। এমনকি গরুর গোয়ালেই রাত কাটান আবদুল করিম।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান আজকের পত্রিকাকে জানান, বর্তমানে উপজেলায় ৪ হাজার ৪৬০ জন খামারি কোরবানির পশু লালনপালন করছেন। এসব খামারির খামারে ৪৩ হাজার ৮৪৫টি কোরবানিযোগ্য পশু লালনপালন করা হচ্ছে। এ ছাড়া আবদুল করিমের মতো গ্রামগঞ্জে অনেক মানুষ শখের বসে গরু-ছাগল পালন করছেন। বাজারে পশুর দাম ভালোই থাকবে বলে আশা করা যাচ্ছে।

সিনেমার নায়ক না হলেও বগুড়ার শিবগঞ্জের মোকামতলার আবদুল করিমের দুটি স্বপ্নের নাম হিরো আলম ও যুবরাজ। তিনি পেশাদার খামারি নন, তবে শখের বশে প্রায় চার বছর ধরে দুটি ষাঁড় লালনপালন করছেন। আদর করে ষাঁড় দুটির নাম দিয়েছেন হিরো আলম ও যুবরাজ। ফ্রিজিয়ান জাতের এই দুই ষাঁড়ের বর্তমান ওজন ১২০০ ও ১২৫০ কেজি। আবদুল করিমের আশা, এবারের কোরবানির পশুর হাটে তাঁর এই দুই স্বপ্নের দাম হাঁকবেন ২৫ থেকে ৩০ লাখ টাকা এবং কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারলে গরুর খামার গড়ে তুলবেন।
আজ মঙ্গলবার সরেজমিনে উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামে গেলে দেখা গেছে আবদুল করিম ষাঁড় দুটির যত্ন নিচ্ছেন। এ সময় কথা হয় তাঁর সঙ্গে।
করিম বলেন, ‘গরু লালনপালন করা আমার শখ। প্রায় চার বছর ধরে হিরো আলম ও যুবরাজকে ঘাস, খইল, ভুসি খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে লালনপালন করে বড় করেছি। প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার টাকার খাবার ষাঁড় দুটিকে দিতে হয়। প্রতিদিন উৎসুক মানুষ হিরো আলম ও যুবরাজকে দেখতে বাড়িতে আসছেন। ক্রেতা এলে গোয়ালঘর থেকে ষাঁড় দুটি বের করতে বেশ কষ্টই হয়।’
আবদুল করিম আরও বলেন, ‘হিরো আলম ও যুবরাজকে আশা করছি কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারব। যদি কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারি, তবে একটি গরুর খামার করব।’
আবদুল করিমের প্রতিবেশীরা বলেন, দিন-রাত গরুর যত্ন-আত্তি করেই সময় কাটে আবদুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের। এমনকি গরুর গোয়ালেই রাত কাটান আবদুল করিম।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান আজকের পত্রিকাকে জানান, বর্তমানে উপজেলায় ৪ হাজার ৪৬০ জন খামারি কোরবানির পশু লালনপালন করছেন। এসব খামারির খামারে ৪৩ হাজার ৮৪৫টি কোরবানিযোগ্য পশু লালনপালন করা হচ্ছে। এ ছাড়া আবদুল করিমের মতো গ্রামগঞ্জে অনেক মানুষ শখের বসে গরু-ছাগল পালন করছেন। বাজারে পশুর দাম ভালোই থাকবে বলে আশা করা যাচ্ছে।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২৮ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে