বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করেছেন।
গতকাল রোববার বগুড়া পুলিশ লাইনস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে অপর চারজনকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সৈকত মিয়া (১৯), জিসান ইসলাম (১৯), আব্দুল্লাহ আল রাকিব (২০), সিয়াম সরকার (১৯), রতন মিয়া (১৯), আবিদ হাসান (২০), হাসিবুল হাসান ফাইম (১৯), সামিউল ইসলাম সিয়াম (২০), মেহেদী হাসান (১৯), ফজলে রাব্বী (২০), ফুয়াদ আলী (২০) ও শাহীন আলম (১৯)। অপর চারজন হচ্ছেন–বুলবুল ইসলাম (৩১) ফজলুল কবির সোহাগ (৩৫) আতিকুল ইসলাম (২৯) ও রাসেল (২১)।
জানা গেছে, গত ১৪ অক্টোবর বগুড়ায় পুলিশের ৯৯ জন কনস্টেবল নিয়োগের জন্য ৮০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১৭৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন নির্বাচিত হন।
গতকাল (রোববার) সকাল ১০টা থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে জেলা পুলিশ সুপারের কাছে ১২ জনের কথাবার্তা অসংলগ্ন মনে হয়।
এ সময় তাদের পৃথক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং লিখিত পরীক্ষার খাতার সঙ্গে তাদের হাতের লেখা গরমিল পাওয়া যায়। পরে তারা স্বীকার করে যে, তারা দালালের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকা চুক্তি করেছে।
যার কারণে তাদের লিখিত পরীক্ষায় সশরীরে অংশ নিতে হয়নি। তাদের ছবি পরিবর্তন করে দালালের সংগ্রহ করা প্রার্থী প্রক্সি পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় তাদের পাস করানো হয়েছে।
ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, ‘গ্রেপ্তার ১২ জন প্রার্থীর তথ্যমতে, রোববার রাতভর অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি চেক ও ছয়টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের নামে পুলিশ লাইনসের পুলিশ পরিদর্শক মামুনুল হক বাদী হয়ে আজ সদর থানায় মামলা করেছেন। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বগুড়ায় পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করেছেন।
গতকাল রোববার বগুড়া পুলিশ লাইনস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে অপর চারজনকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সৈকত মিয়া (১৯), জিসান ইসলাম (১৯), আব্দুল্লাহ আল রাকিব (২০), সিয়াম সরকার (১৯), রতন মিয়া (১৯), আবিদ হাসান (২০), হাসিবুল হাসান ফাইম (১৯), সামিউল ইসলাম সিয়াম (২০), মেহেদী হাসান (১৯), ফজলে রাব্বী (২০), ফুয়াদ আলী (২০) ও শাহীন আলম (১৯)। অপর চারজন হচ্ছেন–বুলবুল ইসলাম (৩১) ফজলুল কবির সোহাগ (৩৫) আতিকুল ইসলাম (২৯) ও রাসেল (২১)।
জানা গেছে, গত ১৪ অক্টোবর বগুড়ায় পুলিশের ৯৯ জন কনস্টেবল নিয়োগের জন্য ৮০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১৭৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন নির্বাচিত হন।
গতকাল (রোববার) সকাল ১০টা থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে জেলা পুলিশ সুপারের কাছে ১২ জনের কথাবার্তা অসংলগ্ন মনে হয়।
এ সময় তাদের পৃথক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং লিখিত পরীক্ষার খাতার সঙ্গে তাদের হাতের লেখা গরমিল পাওয়া যায়। পরে তারা স্বীকার করে যে, তারা দালালের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকা চুক্তি করেছে।
যার কারণে তাদের লিখিত পরীক্ষায় সশরীরে অংশ নিতে হয়নি। তাদের ছবি পরিবর্তন করে দালালের সংগ্রহ করা প্রার্থী প্রক্সি পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় তাদের পাস করানো হয়েছে।
ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, ‘গ্রেপ্তার ১২ জন প্রার্থীর তথ্যমতে, রোববার রাতভর অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি চেক ও ছয়টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের নামে পুলিশ লাইনসের পুলিশ পরিদর্শক মামুনুল হক বাদী হয়ে আজ সদর থানায় মামলা করেছেন। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে