বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করেছেন।
গতকাল রোববার বগুড়া পুলিশ লাইনস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে অপর চারজনকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সৈকত মিয়া (১৯), জিসান ইসলাম (১৯), আব্দুল্লাহ আল রাকিব (২০), সিয়াম সরকার (১৯), রতন মিয়া (১৯), আবিদ হাসান (২০), হাসিবুল হাসান ফাইম (১৯), সামিউল ইসলাম সিয়াম (২০), মেহেদী হাসান (১৯), ফজলে রাব্বী (২০), ফুয়াদ আলী (২০) ও শাহীন আলম (১৯)। অপর চারজন হচ্ছেন–বুলবুল ইসলাম (৩১) ফজলুল কবির সোহাগ (৩৫) আতিকুল ইসলাম (২৯) ও রাসেল (২১)।
জানা গেছে, গত ১৪ অক্টোবর বগুড়ায় পুলিশের ৯৯ জন কনস্টেবল নিয়োগের জন্য ৮০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১৭৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন নির্বাচিত হন।
গতকাল (রোববার) সকাল ১০টা থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে জেলা পুলিশ সুপারের কাছে ১২ জনের কথাবার্তা অসংলগ্ন মনে হয়।
এ সময় তাদের পৃথক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং লিখিত পরীক্ষার খাতার সঙ্গে তাদের হাতের লেখা গরমিল পাওয়া যায়। পরে তারা স্বীকার করে যে, তারা দালালের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকা চুক্তি করেছে।
যার কারণে তাদের লিখিত পরীক্ষায় সশরীরে অংশ নিতে হয়নি। তাদের ছবি পরিবর্তন করে দালালের সংগ্রহ করা প্রার্থী প্রক্সি পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় তাদের পাস করানো হয়েছে।
ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, ‘গ্রেপ্তার ১২ জন প্রার্থীর তথ্যমতে, রোববার রাতভর অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি চেক ও ছয়টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের নামে পুলিশ লাইনসের পুলিশ পরিদর্শক মামুনুল হক বাদী হয়ে আজ সদর থানায় মামলা করেছেন। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বগুড়ায় পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করেছেন।
গতকাল রোববার বগুড়া পুলিশ লাইনস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে অপর চারজনকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–সৈকত মিয়া (১৯), জিসান ইসলাম (১৯), আব্দুল্লাহ আল রাকিব (২০), সিয়াম সরকার (১৯), রতন মিয়া (১৯), আবিদ হাসান (২০), হাসিবুল হাসান ফাইম (১৯), সামিউল ইসলাম সিয়াম (২০), মেহেদী হাসান (১৯), ফজলে রাব্বী (২০), ফুয়াদ আলী (২০) ও শাহীন আলম (১৯)। অপর চারজন হচ্ছেন–বুলবুল ইসলাম (৩১) ফজলুল কবির সোহাগ (৩৫) আতিকুল ইসলাম (২৯) ও রাসেল (২১)।
জানা গেছে, গত ১৪ অক্টোবর বগুড়ায় পুলিশের ৯৯ জন কনস্টেবল নিয়োগের জন্য ৮০৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১৭৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার জন নির্বাচিত হন।
গতকাল (রোববার) সকাল ১০টা থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে জেলা পুলিশ সুপারের কাছে ১২ জনের কথাবার্তা অসংলগ্ন মনে হয়।
এ সময় তাদের পৃথক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং লিখিত পরীক্ষার খাতার সঙ্গে তাদের হাতের লেখা গরমিল পাওয়া যায়। পরে তারা স্বীকার করে যে, তারা দালালের মাধ্যমে ১৫ থেকে ১৮ লাখ টাকা চুক্তি করেছে।
যার কারণে তাদের লিখিত পরীক্ষায় সশরীরে অংশ নিতে হয়নি। তাদের ছবি পরিবর্তন করে দালালের সংগ্রহ করা প্রার্থী প্রক্সি পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় তাদের পাস করানো হয়েছে।
ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, ‘গ্রেপ্তার ১২ জন প্রার্থীর তথ্যমতে, রোববার রাতভর অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি চেক ও ছয়টি ফাঁকা স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের নামে পুলিশ লাইনসের পুলিশ পরিদর্শক মামুনুল হক বাদী হয়ে আজ সদর থানায় মামলা করেছেন। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে