সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে আতিকুর রহমান (২২) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার হাটশেরপুর ইউপির নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আতিকুর বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সারিয়াকান্দিতে তিনি ভাবির বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আতিকুর দুই দিন আগে বগুড়া সাবগ্রাম তাঁর আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে বুধবার সকালে তার ভাবির বাবার বাড়ি সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউপির নয়াপাড়ার আইজার মন্ডলের বাড়িতে বেড়াতে যান। ওই দিন বিকেল ৪টায় আতিকুর তৃতীয় শ্রেণির ছাত্র রিফাত মিয়ার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে আতিকুর গভীর পানিতে তলিয়ে যান। তারপর রিফাত দৌড়ে গিয়ে আতিকুরের ভাবির বাড়িতে খবর দেয়।
আতিকুরের ভাবির চাচা আইবর মন্ডল জানান, খবর পেয়ে প্রায় ২ ঘণ্টা পানিতে ডোবা ডুবি করা হয়। অনেক খোঁজাখুঁজির পর আতিকুরকে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন।
আতিকুরের যমুনা নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাটশেরপুর ইউপির চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো।
এ বিষয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দীন বলেন, ‘বুধবার বিকেল ৬টায় সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর যমুনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে খুঁজতে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দলকে কল করি। তারা বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান শুরু করবে।’

বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে আতিকুর রহমান (২২) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার হাটশেরপুর ইউপির নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আতিকুর বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সারিয়াকান্দিতে তিনি ভাবির বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আতিকুর দুই দিন আগে বগুড়া সাবগ্রাম তাঁর আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে বুধবার সকালে তার ভাবির বাবার বাড়ি সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউপির নয়াপাড়ার আইজার মন্ডলের বাড়িতে বেড়াতে যান। ওই দিন বিকেল ৪টায় আতিকুর তৃতীয় শ্রেণির ছাত্র রিফাত মিয়ার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে আতিকুর গভীর পানিতে তলিয়ে যান। তারপর রিফাত দৌড়ে গিয়ে আতিকুরের ভাবির বাড়িতে খবর দেয়।
আতিকুরের ভাবির চাচা আইবর মন্ডল জানান, খবর পেয়ে প্রায় ২ ঘণ্টা পানিতে ডোবা ডুবি করা হয়। অনেক খোঁজাখুঁজির পর আতিকুরকে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন।
আতিকুরের যমুনা নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাটশেরপুর ইউপির চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো।
এ বিষয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দীন বলেন, ‘বুধবার বিকেল ৬টায় সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর যমুনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে খুঁজতে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দলকে কল করি। তারা বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান শুরু করবে।’

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে