বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম বগুড়া শহরের চক ফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে এবং লতিফপুর এলাকার ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল স্কুলছাত্র ফাহিম। এ সময় তিন কিশোর তার পথরোধ করে কিছু বুঝে ওঠার আগেই বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই একজনকে আটক করে পুলিশ। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত ফাহিমের সঙ্গে লেখাপড়া করে এখন গ্রিল মিস্ত্রির কাজ করে।
সে পুলিশকে জানায়, গত ৬ ফেব্রুয়ারি স্কুল থেকে ফেরার সময় ফাহিম তার আরেক বন্ধুর কাছ থেকে মোবাইল ফোন ও ৫০০ টাকা কেড়ে নেয়। পরে মোবাইল ফোনে থাকা কিছু ছবি ডিলিট করে ফেরত দেয়। এরপর তিন বন্ধু মিলে ফাহিমকে ছুরিকাঘাত করার পরিকল্পনা করে। সেই অনুযায়ী গতকাল রাতে তাকে ছুরিকাঘাত করে।
নিহত ফাহিমের বাবা ফরহাদ হোসেন দাবি, গত রোববার স্কুলের বাথরুমে তার কয়েক বন্ধু এক ছাত্রীর সঙ্গে ধস্তাধস্তি করে। ঘটনাটি ফাহিম দেখে স্কুলের শিক্ষার্থীদের জানায়। এর জের ধরেই ফাহিমকে তারা খুন করে।
এদিকে আজ (মঙ্গলবার) এলাকাবাসী লাশ নিয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শেরপুর রোড অবরোধ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেন। পরে জানাজা শেষে দক্ষিণ বগুড়া গোরস্থানে লাশ দাফন করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দেওয়া হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে। একজনকে আটক করা হয়েছে।’

বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম বগুড়া শহরের চক ফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে এবং লতিফপুর এলাকার ফয়জুল্লাহ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল স্কুলছাত্র ফাহিম। এ সময় তিন কিশোর তার পথরোধ করে কিছু বুঝে ওঠার আগেই বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই একজনকে আটক করে পুলিশ। সে পঞ্চম শ্রেণি পর্যন্ত ফাহিমের সঙ্গে লেখাপড়া করে এখন গ্রিল মিস্ত্রির কাজ করে।
সে পুলিশকে জানায়, গত ৬ ফেব্রুয়ারি স্কুল থেকে ফেরার সময় ফাহিম তার আরেক বন্ধুর কাছ থেকে মোবাইল ফোন ও ৫০০ টাকা কেড়ে নেয়। পরে মোবাইল ফোনে থাকা কিছু ছবি ডিলিট করে ফেরত দেয়। এরপর তিন বন্ধু মিলে ফাহিমকে ছুরিকাঘাত করার পরিকল্পনা করে। সেই অনুযায়ী গতকাল রাতে তাকে ছুরিকাঘাত করে।
নিহত ফাহিমের বাবা ফরহাদ হোসেন দাবি, গত রোববার স্কুলের বাথরুমে তার কয়েক বন্ধু এক ছাত্রীর সঙ্গে ধস্তাধস্তি করে। ঘটনাটি ফাহিম দেখে স্কুলের শিক্ষার্থীদের জানায়। এর জের ধরেই ফাহিমকে তারা খুন করে।
এদিকে আজ (মঙ্গলবার) এলাকাবাসী লাশ নিয়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শেরপুর রোড অবরোধ করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেন। পরে জানাজা শেষে দক্ষিণ বগুড়া গোরস্থানে লাশ দাফন করা হয়।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দেওয়া হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে। একজনকে আটক করা হয়েছে।’

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার নগরীর সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
৬ মিনিট আগে
প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে পরিবেশ-প্রতিবেশ ও বাস্তুসংস্থান সংরক্ষণে অভিযান চালানো হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দ্বীপের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও সৈকতে এই অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ি ও পরিবেশ অধিদপ্তরের
৯ মিনিট আগে
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ সোমবার উচ্চ আদালতের স্থগিতাদেশের পর এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একাংশ।
১৩ মিনিট আগে
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী নেতা হাজি আমিন উর রশিদ ইয়াছিন। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের কথা
২৫ মিনিট আগে