বগুড়া প্রতিনিধি

গুলি উদ্ধারের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে আটকে রেখে মারধর করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে শাজাহানপুর উপজেলার নিশ্চিতপুর এলাকার পল্লিচিকিৎসক আব্দুল বাকীর বাড়িতে তাঁকে আটক করে মারধর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সসদ্যরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই পুলিশ কনস্টেবলের নাম রুহুল আমিন। তিনি বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত রয়েছেন।
স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল রুহুল আমিন আজ বৃহস্পতিবার দুপুরে লুঙ্গি ও গেঞ্জি পরে আব্দুল বাকীর বাড়িতে আসেন। এ সময় আব্দুল বাকীর ছেলে সবুজকে ডেকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলেন, ‘তোদের বাড়ির কোনায় গুলি রয়েছে।’ পরে সবুজকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়ি থেকে পাঁচটি শটগানের গুলি উদ্ধার করেন। এরপর সবুজের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন কনস্টেবল রুহুল আমিন। ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন এসে কনস্টেবল রুহুল আমিনকে আটকে রেখে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একটি সূত্র জানায়, কনস্টেবল রুহুল আমিন একসময় শাজাহানপুর থানায় কর্মরত ছিলেন। শাজাহানপুর থানার তৎকালীন ওসি আব্দুল্লাহ আল মামুনের ক্যাশিয়ার হিসেবে তিনি সর্বত্র পরিচিত ছিলেন। ওসি বদলি হয়ে যাওয়ার পর কনস্টেবল রুহুল আমিনকে বদলি করা হয় সারিয়াকান্দি থানার চন্দনবাইশা পুলিশ তদন্তকেন্দ্রে। সেখানে জুয়ার আসরে হামলা চালিয়ে জুয়াড়িদের মারধর করে টাকা এবং মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে চন্দনবাইশা তদন্তকেন্দ্র থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সেই ঘটনায় তাঁর নামে বিভাগীয় মামলা চলমান রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনস্টেবল রুহুল আমিন জানিয়েছেন তিনি পল্লিচিকিৎসক আব্দুল বাকীর কাছে দীর্ঘদিন ধরে চিকিৎসা নেন। বৃহস্পতিবার চিকিৎসা নিতে গেলে পরিকল্পিতভাবে তাঁকে আটকে মারধর করা হয়।’
শটগানের পাঁচটি গুলি প্রসঙ্গে ওসি বলেন, রুহুল আমিন জানিয়েছেন বুধবার রাতে ডিউটি শেষ করে তাঁর নামে ইস্যুকৃত শটগান জমা দিলেও গুলি জমা দিতে ভুলে যান। এ কারণে গুলি তাঁর সঙ্গেই ছিল। প্রকৃত ঘটনা জানতে অনুসন্ধান চলছে বলেও জানান ওসি।

গুলি উদ্ধারের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে আটকে রেখে মারধর করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে শাজাহানপুর উপজেলার নিশ্চিতপুর এলাকার পল্লিচিকিৎসক আব্দুল বাকীর বাড়িতে তাঁকে আটক করে মারধর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সসদ্যরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই পুলিশ কনস্টেবলের নাম রুহুল আমিন। তিনি বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত রয়েছেন।
স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল রুহুল আমিন আজ বৃহস্পতিবার দুপুরে লুঙ্গি ও গেঞ্জি পরে আব্দুল বাকীর বাড়িতে আসেন। এ সময় আব্দুল বাকীর ছেলে সবুজকে ডেকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলেন, ‘তোদের বাড়ির কোনায় গুলি রয়েছে।’ পরে সবুজকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়ি থেকে পাঁচটি শটগানের গুলি উদ্ধার করেন। এরপর সবুজের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন কনস্টেবল রুহুল আমিন। ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন এসে কনস্টেবল রুহুল আমিনকে আটকে রেখে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একটি সূত্র জানায়, কনস্টেবল রুহুল আমিন একসময় শাজাহানপুর থানায় কর্মরত ছিলেন। শাজাহানপুর থানার তৎকালীন ওসি আব্দুল্লাহ আল মামুনের ক্যাশিয়ার হিসেবে তিনি সর্বত্র পরিচিত ছিলেন। ওসি বদলি হয়ে যাওয়ার পর কনস্টেবল রুহুল আমিনকে বদলি করা হয় সারিয়াকান্দি থানার চন্দনবাইশা পুলিশ তদন্তকেন্দ্রে। সেখানে জুয়ার আসরে হামলা চালিয়ে জুয়াড়িদের মারধর করে টাকা এবং মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে চন্দনবাইশা তদন্তকেন্দ্র থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সেই ঘটনায় তাঁর নামে বিভাগীয় মামলা চলমান রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনস্টেবল রুহুল আমিন জানিয়েছেন তিনি পল্লিচিকিৎসক আব্দুল বাকীর কাছে দীর্ঘদিন ধরে চিকিৎসা নেন। বৃহস্পতিবার চিকিৎসা নিতে গেলে পরিকল্পিতভাবে তাঁকে আটকে মারধর করা হয়।’
শটগানের পাঁচটি গুলি প্রসঙ্গে ওসি বলেন, রুহুল আমিন জানিয়েছেন বুধবার রাতে ডিউটি শেষ করে তাঁর নামে ইস্যুকৃত শটগান জমা দিলেও গুলি জমা দিতে ভুলে যান। এ কারণে গুলি তাঁর সঙ্গেই ছিল। প্রকৃত ঘটনা জানতে অনুসন্ধান চলছে বলেও জানান ওসি।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
৭ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১০ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
৪১ মিনিট আগে