বগুড়া প্রতিনিধি

গুলি উদ্ধারের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে আটকে রেখে মারধর করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে শাজাহানপুর উপজেলার নিশ্চিতপুর এলাকার পল্লিচিকিৎসক আব্দুল বাকীর বাড়িতে তাঁকে আটক করে মারধর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সসদ্যরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই পুলিশ কনস্টেবলের নাম রুহুল আমিন। তিনি বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত রয়েছেন।
স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল রুহুল আমিন আজ বৃহস্পতিবার দুপুরে লুঙ্গি ও গেঞ্জি পরে আব্দুল বাকীর বাড়িতে আসেন। এ সময় আব্দুল বাকীর ছেলে সবুজকে ডেকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলেন, ‘তোদের বাড়ির কোনায় গুলি রয়েছে।’ পরে সবুজকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়ি থেকে পাঁচটি শটগানের গুলি উদ্ধার করেন। এরপর সবুজের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন কনস্টেবল রুহুল আমিন। ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন এসে কনস্টেবল রুহুল আমিনকে আটকে রেখে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একটি সূত্র জানায়, কনস্টেবল রুহুল আমিন একসময় শাজাহানপুর থানায় কর্মরত ছিলেন। শাজাহানপুর থানার তৎকালীন ওসি আব্দুল্লাহ আল মামুনের ক্যাশিয়ার হিসেবে তিনি সর্বত্র পরিচিত ছিলেন। ওসি বদলি হয়ে যাওয়ার পর কনস্টেবল রুহুল আমিনকে বদলি করা হয় সারিয়াকান্দি থানার চন্দনবাইশা পুলিশ তদন্তকেন্দ্রে। সেখানে জুয়ার আসরে হামলা চালিয়ে জুয়াড়িদের মারধর করে টাকা এবং মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে চন্দনবাইশা তদন্তকেন্দ্র থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সেই ঘটনায় তাঁর নামে বিভাগীয় মামলা চলমান রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনস্টেবল রুহুল আমিন জানিয়েছেন তিনি পল্লিচিকিৎসক আব্দুল বাকীর কাছে দীর্ঘদিন ধরে চিকিৎসা নেন। বৃহস্পতিবার চিকিৎসা নিতে গেলে পরিকল্পিতভাবে তাঁকে আটকে মারধর করা হয়।’
শটগানের পাঁচটি গুলি প্রসঙ্গে ওসি বলেন, রুহুল আমিন জানিয়েছেন বুধবার রাতে ডিউটি শেষ করে তাঁর নামে ইস্যুকৃত শটগান জমা দিলেও গুলি জমা দিতে ভুলে যান। এ কারণে গুলি তাঁর সঙ্গেই ছিল। প্রকৃত ঘটনা জানতে অনুসন্ধান চলছে বলেও জানান ওসি।

গুলি উদ্ধারের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে পুলিশের এক কনস্টেবলকে আটকে রেখে মারধর করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে শাজাহানপুর উপজেলার নিশ্চিতপুর এলাকার পল্লিচিকিৎসক আব্দুল বাকীর বাড়িতে তাঁকে আটক করে মারধর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সসদ্যরা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই পুলিশ কনস্টেবলের নাম রুহুল আমিন। তিনি বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত রয়েছেন।
স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল রুহুল আমিন আজ বৃহস্পতিবার দুপুরে লুঙ্গি ও গেঞ্জি পরে আব্দুল বাকীর বাড়িতে আসেন। এ সময় আব্দুল বাকীর ছেলে সবুজকে ডেকে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বলেন, ‘তোদের বাড়ির কোনায় গুলি রয়েছে।’ পরে সবুজকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়ি থেকে পাঁচটি শটগানের গুলি উদ্ধার করেন। এরপর সবুজের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন কনস্টেবল রুহুল আমিন। ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন এসে কনস্টেবল রুহুল আমিনকে আটকে রেখে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একটি সূত্র জানায়, কনস্টেবল রুহুল আমিন একসময় শাজাহানপুর থানায় কর্মরত ছিলেন। শাজাহানপুর থানার তৎকালীন ওসি আব্দুল্লাহ আল মামুনের ক্যাশিয়ার হিসেবে তিনি সর্বত্র পরিচিত ছিলেন। ওসি বদলি হয়ে যাওয়ার পর কনস্টেবল রুহুল আমিনকে বদলি করা হয় সারিয়াকান্দি থানার চন্দনবাইশা পুলিশ তদন্তকেন্দ্রে। সেখানে জুয়ার আসরে হামলা চালিয়ে জুয়াড়িদের মারধর করে টাকা এবং মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে চন্দনবাইশা তদন্তকেন্দ্র থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। সেই ঘটনায় তাঁর নামে বিভাগীয় মামলা চলমান রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কনস্টেবল রুহুল আমিন জানিয়েছেন তিনি পল্লিচিকিৎসক আব্দুল বাকীর কাছে দীর্ঘদিন ধরে চিকিৎসা নেন। বৃহস্পতিবার চিকিৎসা নিতে গেলে পরিকল্পিতভাবে তাঁকে আটকে মারধর করা হয়।’
শটগানের পাঁচটি গুলি প্রসঙ্গে ওসি বলেন, রুহুল আমিন জানিয়েছেন বুধবার রাতে ডিউটি শেষ করে তাঁর নামে ইস্যুকৃত শটগান জমা দিলেও গুলি জমা দিতে ভুলে যান। এ কারণে গুলি তাঁর সঙ্গেই ছিল। প্রকৃত ঘটনা জানতে অনুসন্ধান চলছে বলেও জানান ওসি।

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে
৩ মিনিট আগে
বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৪৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে