শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে ভাবিকে মারধরের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী আব্দুল করিম রঞ্জু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রঞ্জু মিয়া উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর বড় ছেলে মজনু মিয়ার (৪০) সঙ্গে ছোট ছেলে আব্দুল করিম রঞ্জু মিয়ার কলহ চলছে। ৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে রঞ্জু মিয়া লোকজন নিয়ে বড় ভাই মজনু মিয়ার বউকে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই দিনই থানায় লিখিত অভিযোগ করেন মজনু মিয়া।
এ ব্যাপারে মজনু মিয়ার স্ত্রী লাভলি বেগম (৩৪) সাংবাদিকদের বলেন, ‘রঞ্জু আমার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলেছে। ধর্ষণের চেষ্টা করেছে। আমাকে মারপিট করেছে।’
গ্রেপ্তার রঞ্জু মিয়ার স্ত্রী নুসরাত জাহান বলেন, ‘আমার স্বামী ছাত্রলীগের কর্মী ছিল। সরকার পরিবর্তনের আগে নেতাদের সঙ্গে সারা দিন ঘোরাঘুরি করত। মাঝে মাঝেই আমাকে যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলার হুমকি দেয়। দেড় মাস আগে আমাকে মারধর করে ঘরে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে নিয়ে আসে। আমি এখন বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। নিজের দুই বছর বয়সী মেয়ের খোঁজ পর্যন্ত নেয় না। আপন ভাবিকেও সে ছাড়েনি। মারপিট করে হাসপাতালে পাঠাইছে।’
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

বগুড়ার শিবগঞ্জে ভাবিকে মারধরের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী আব্দুল করিম রঞ্জু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রঞ্জু মিয়া উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর বড় ছেলে মজনু মিয়ার (৪০) সঙ্গে ছোট ছেলে আব্দুল করিম রঞ্জু মিয়ার কলহ চলছে। ৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে রঞ্জু মিয়া লোকজন নিয়ে বড় ভাই মজনু মিয়ার বউকে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই দিনই থানায় লিখিত অভিযোগ করেন মজনু মিয়া।
এ ব্যাপারে মজনু মিয়ার স্ত্রী লাভলি বেগম (৩৪) সাংবাদিকদের বলেন, ‘রঞ্জু আমার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলেছে। ধর্ষণের চেষ্টা করেছে। আমাকে মারপিট করেছে।’
গ্রেপ্তার রঞ্জু মিয়ার স্ত্রী নুসরাত জাহান বলেন, ‘আমার স্বামী ছাত্রলীগের কর্মী ছিল। সরকার পরিবর্তনের আগে নেতাদের সঙ্গে সারা দিন ঘোরাঘুরি করত। মাঝে মাঝেই আমাকে যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলার হুমকি দেয়। দেড় মাস আগে আমাকে মারধর করে ঘরে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে নিয়ে আসে। আমি এখন বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। নিজের দুই বছর বয়সী মেয়ের খোঁজ পর্যন্ত নেয় না। আপন ভাবিকেও সে ছাড়েনি। মারপিট করে হাসপাতালে পাঠাইছে।’
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
১ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৩ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৭ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৪ মিনিট আগে