প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জে এক বাউলশিল্পীকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাউলগান করায় তাকে মেরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। হেনস্তার শিকার ওই বাউলশিল্পীর নাম মেহেদী হাসান (১৬)। সে জুড়ি মাঝপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এই অভিযোগে গ্রাম্য মাতবরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শিবগঞ্জ থানার পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জুড়ি মাঝপাড়ার বাসিন্দা মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাউলশিল্পী মেহেদী পার্শ্ববর্তী ধাওয়াগীর গ্রামের মতিন বাউলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইত। বাউলশিল্পী হওয়ার কারণে সে সাদা লুঙ্গি, সাদা ফতুয়া ও সাদা গামছা ব্যবহার করত। পাশাপাশি বাউলরীতি অনুযায়ী তাঁর মাথায় ছিল বাবরি (লম্বা) চুল। গ্রেপ্তার ব্যক্তিরা তার পোশাক ও মাথার চুল নিয়ে বিভিন্ন সময়ে নানান অশালীন মন্তব্য ও কটাক্ষ করে আসছিল। এসবের কারণে প্রতিবাদ করে মেহেদী। এর জেরে গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মেহেদীর বাড়িতে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে জোর করে তার মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে মেহেদীকে মারধরের শিকার হতে হয়।
বাউলশিল্পী মেহেদী বলে, 'অভিযুক্ত শহিদুল ইসলাম খোকন অন্যদের বলে, ''শালার মাথা ন্যাড়া করে দিয়ে বাউলগানের সাধ মিটিয়ে দে''। তখন চুল কাটার মেশিন দিয়ে জোর করে আমাকে ন্যাড়া করে দেয় এবং মারধর করে তারা।'
আজ বুধবার সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বাউলশিল্পীর মাথা ন্যাড়া করে দেওয়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক মেহেদীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেই সঙ্গে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মেহেদী।

বগুড়ার শিবগঞ্জে এক বাউলশিল্পীকে হেনস্তার অভিযোগ উঠেছে। বাউলগান করায় তাকে মেরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। হেনস্তার শিকার ওই বাউলশিল্পীর নাম মেহেদী হাসান (১৬)। সে জুড়ি মাঝপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। এই অভিযোগে গ্রাম্য মাতবরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শিবগঞ্জ থানার পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জুড়ি মাঝপাড়ার বাসিন্দা মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাউলশিল্পী মেহেদী পার্শ্ববর্তী ধাওয়াগীর গ্রামের মতিন বাউলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইত। বাউলশিল্পী হওয়ার কারণে সে সাদা লুঙ্গি, সাদা ফতুয়া ও সাদা গামছা ব্যবহার করত। পাশাপাশি বাউলরীতি অনুযায়ী তাঁর মাথায় ছিল বাবরি (লম্বা) চুল। গ্রেপ্তার ব্যক্তিরা তার পোশাক ও মাথার চুল নিয়ে বিভিন্ন সময়ে নানান অশালীন মন্তব্য ও কটাক্ষ করে আসছিল। এসবের কারণে প্রতিবাদ করে মেহেদী। এর জেরে গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মেহেদীর বাড়িতে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে জোর করে তার মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে মেহেদীকে মারধরের শিকার হতে হয়।
বাউলশিল্পী মেহেদী বলে, 'অভিযুক্ত শহিদুল ইসলাম খোকন অন্যদের বলে, ''শালার মাথা ন্যাড়া করে দিয়ে বাউলগানের সাধ মিটিয়ে দে''। তখন চুল কাটার মেশিন দিয়ে জোর করে আমাকে ন্যাড়া করে দেয় এবং মারধর করে তারা।'
আজ বুধবার সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, বাউলশিল্পীর মাথা ন্যাড়া করে দেওয়ার বিষয়টি জানার পর তাৎক্ষণিক মেহেদীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেই সঙ্গে অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মেহেদী।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে