বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে মোবাইলে ফ্রী ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যা করা হয় স্কুলছাত্র সিফতাউল হাসান সিফাতকে (১৩)। সিফাতকে খুন করে তারই বন্ধু।
অভিযুক্ত শিশু আইন সংশ্লিষ্ট হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। আজ বুধবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
নিহত সিফাত বগুড়া শহরের নিশিন্দারা খাঁপাড়ার শাহ আলমের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ থানা-পুলিশ বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে স্কুলছাত্র সিফাতের গলাকাটা মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর তার বাবা শাহ আলম অজ্ঞাতনামা আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ সুপার বলেন, সিফাত খুনের মামলার ২৪ ঘণ্টার মধ্যে গোয়েন্দা পুলিশের একটি টিম ঢাকার মণিপুরীপাড়া থেকে হত্যার সঙ্গে জড়িত শিশুকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু জানায় যে, সে কৌশলে সিফাতের (১৩) মোবাইল ফোন থেকে ফ্রি ফায়ার গেমের আইডি ও পাসওয়ার্ড নিয়ে নেয়। এতে সিফাত বারবার তার গেমের আইডি ফেরত চাইলে, তার বন্ধু দিতে অস্বীকৃতি জানায়। এতে সিফাত কয়েকজন বন্ধু মিলে তাকে চাপ দিলে সে আইডি ও পাসওয়ার্ড ফেরত দিতে বাধ্য হয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।’
সুদীপ কুমার আরও বলেন, ‘গত বুধবার সিফাত তার বড় বোনের ব্যবহৃত মোবাইল মেরামত করার উদ্দেশে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়। এ দিন প্রতিশোধ নেওয়ার জন্য অভিযুক্ত শিশু কৌশলে সিফাতকে তার দাদার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকার নিশ্চিন্তপুর গ্রামে বাঁশ বাগানে নিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত পেছন থেকে সিফাতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সিফাত মাটিতে পড়ে গেলে তাকে কুপিয়ে মুখ চেপে ধরে জবাই করে ও বাম হাতের কবজির রগ কেটে দেয়। হত্যার পর অভিযুক্ত আত্মগোপনের উদ্দেশে ঢাকা চলে যায়।’

বগুড়ার শিবগঞ্জে মোবাইলে ফ্রী ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যা করা হয় স্কুলছাত্র সিফতাউল হাসান সিফাতকে (১৩)। সিফাতকে খুন করে তারই বন্ধু।
অভিযুক্ত শিশু আইন সংশ্লিষ্ট হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। আজ বুধবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
নিহত সিফাত বগুড়া শহরের নিশিন্দারা খাঁপাড়ার শাহ আলমের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ থানা-পুলিশ বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে স্কুলছাত্র সিফাতের গলাকাটা মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর তার বাবা শাহ আলম অজ্ঞাতনামা আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন।
পুলিশ সুপার বলেন, সিফাত খুনের মামলার ২৪ ঘণ্টার মধ্যে গোয়েন্দা পুলিশের একটি টিম ঢাকার মণিপুরীপাড়া থেকে হত্যার সঙ্গে জড়িত শিশুকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু জানায় যে, সে কৌশলে সিফাতের (১৩) মোবাইল ফোন থেকে ফ্রি ফায়ার গেমের আইডি ও পাসওয়ার্ড নিয়ে নেয়। এতে সিফাত বারবার তার গেমের আইডি ফেরত চাইলে, তার বন্ধু দিতে অস্বীকৃতি জানায়। এতে সিফাত কয়েকজন বন্ধু মিলে তাকে চাপ দিলে সে আইডি ও পাসওয়ার্ড ফেরত দিতে বাধ্য হয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।’
সুদীপ কুমার আরও বলেন, ‘গত বুধবার সিফাত তার বড় বোনের ব্যবহৃত মোবাইল মেরামত করার উদ্দেশে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়। এ দিন প্রতিশোধ নেওয়ার জন্য অভিযুক্ত শিশু কৌশলে সিফাতকে তার দাদার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকার নিশ্চিন্তপুর গ্রামে বাঁশ বাগানে নিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত পেছন থেকে সিফাতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সিফাত মাটিতে পড়ে গেলে তাকে কুপিয়ে মুখ চেপে ধরে জবাই করে ও বাম হাতের কবজির রগ কেটে দেয়। হত্যার পর অভিযুক্ত আত্মগোপনের উদ্দেশে ঢাকা চলে যায়।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৪ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৫ ঘণ্টা আগে