বগুড়া প্রতিনিধি

বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতারা। একই সঙ্গে নামফলকও অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার ডায়াবেটিক হাসপাতালে গিয়ে মুকুলের কক্ষে তালা দেন এবং নামফলক খুলে ফেলেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল দীর্ঘদিন বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাপতি ছিলেন। গত ১৭ আগস্ট আগের কমিটি ভেঙে দিয়ে তাঁকে আহ্বায়ক করে বিএনপি ও জামায়াতপন্থী নেতাদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরপর জুলাই আন্দোলনে হামলার ঘটনায় মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান।
কমিটি সূত্রে জানা যায়, ১২ মে স্থানীয় পত্রিকায় ডায়াবেটিক হাসপাতালের তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আত্মগোপনে থাকা আহ্বায়কের কাছে আবেদন পাঠাতে বলা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা এ পদক্ষেপ নেন।
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের পরও ডায়াবেটিক হাসপাতাল ফ্যাসিস্টদের দ্বারা পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ নেতা মুকুল হত্যা মামলার পলাতক আসামি হয়েও হাসপাতাল নিয়ন্ত্রণ করছেন এবং নতুন নিয়োগ-বাণিজ্যের পরিকল্পনা করছেন। এ জন্য শান্তিপূর্ণভাবে তাঁর কক্ষে তালা দেওয়া হয়েছে।
বগুড়া ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘কমিটির বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমরা শুধু কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করি।’

বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতারা। একই সঙ্গে নামফলকও অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার ডায়াবেটিক হাসপাতালে গিয়ে মুকুলের কক্ষে তালা দেন এবং নামফলক খুলে ফেলেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল দীর্ঘদিন বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাপতি ছিলেন। গত ১৭ আগস্ট আগের কমিটি ভেঙে দিয়ে তাঁকে আহ্বায়ক করে বিএনপি ও জামায়াতপন্থী নেতাদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরপর জুলাই আন্দোলনে হামলার ঘটনায় মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান।
কমিটি সূত্রে জানা যায়, ১২ মে স্থানীয় পত্রিকায় ডায়াবেটিক হাসপাতালের তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আত্মগোপনে থাকা আহ্বায়কের কাছে আবেদন পাঠাতে বলা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা এ পদক্ষেপ নেন।
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের পরও ডায়াবেটিক হাসপাতাল ফ্যাসিস্টদের দ্বারা পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ নেতা মুকুল হত্যা মামলার পলাতক আসামি হয়েও হাসপাতাল নিয়ন্ত্রণ করছেন এবং নতুন নিয়োগ-বাণিজ্যের পরিকল্পনা করছেন। এ জন্য শান্তিপূর্ণভাবে তাঁর কক্ষে তালা দেওয়া হয়েছে।
বগুড়া ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘কমিটির বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমরা শুধু কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করি।’

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
৭ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৩ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২৪ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩০ মিনিট আগে