Ajker Patrika

দৌলতখানে অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধি, দৌলতখান (ভোলা) 
দৌলতখানে অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভোলার দৌলতখানে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মুদি দোকান ব্যবসায়ী মো. সেলিম বাগা, মো. খোকন তালুকদার। 

ক্ষতিগ্রস্ত দোকানদার মো. সেলিম বলেন, আমার সর্বস্ব শেষ হয়ে গেল। আমি এই দোকান করে আমার সংসার চালাতাম। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কীভাবে আমার সংসার চলবে জানি না। আগুনে আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

উপজেলা ফায়ার স্টেশন অফিসার গোলাম মোস্তফা বলেন, আজ দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ওই এলাকায় যায়। কিন্তু রাস্তার বেহাল অবস্থা থাকার কারণে ঘটনাস্থলে গাড়ি পৌঁছাতে পারেনি। 

ফায়ার স্টেশন অফিসার আরও বলেন, আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জান গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত