ভোলা প্রতিনিধি

কয়েক দিনের ব্যবধানে ভোলার তিন উপজেলায় রাসেল ভাইপার সাপের দেখা মেলায় জেলাটির বিভিন্ন এলাকায় এ সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানভেদে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত এ সাপটি জেলায় এর আগে দেখা মিললেও সেগুলো ধরে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়। তবে এবার আর বন বিভাগকে খবর না দিয়ে আতঙ্কিত জনগণ সাপগুলোকে পিটিয়েই মেরে ফেলেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, গত রোববার জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় একটি বাড়ির শৌচাগারে এ সাপ দেখা যায়। সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন লোকজন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে।
গত মঙ্গলবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের একটি বসতবাড়ির পাশের রাস্তায় দেখা মেলে রাসেল ভাইপার সাপের।একই দিন রাতে জেলার দৌলতখান উপজেলার ভবানীপুরে একটি বাড়ির খাটের নিচে গর্তে লুকিয়ে থাকা রাসেল ভাইপারের দেখা মেলে।এ সাপ দুটিও পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা। জেলায় একের পর এক রাসেল ভাইপার ধরা পড়ায় আতঙ্ক বিরাজ করছে প্রতিটি এলাকায়।
স্থানীয় কয়েকজন বলছেন, ‘বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবেই এ সাপের দেখা মিলছে।’ ভবানীপুরের বাসিন্দা জালু মাঝি বলেন, ‘সাপটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে প্রতিবেশীদের ডেকে এনে সাপটিকে পিটিয়ে মেরে ফেলি। সাপটির পেটে বাচ্চা ছিল।’
এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

কয়েক দিনের ব্যবধানে ভোলার তিন উপজেলায় রাসেল ভাইপার সাপের দেখা মেলায় জেলাটির বিভিন্ন এলাকায় এ সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানভেদে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামে পরিচিত এ সাপটি জেলায় এর আগে দেখা মিললেও সেগুলো ধরে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়। তবে এবার আর বন বিভাগকে খবর না দিয়ে আতঙ্কিত জনগণ সাপগুলোকে পিটিয়েই মেরে ফেলেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, গত রোববার জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় একটি বাড়ির শৌচাগারে এ সাপ দেখা যায়। সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন লোকজন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে।
গত মঙ্গলবার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের একটি বসতবাড়ির পাশের রাস্তায় দেখা মেলে রাসেল ভাইপার সাপের।একই দিন রাতে জেলার দৌলতখান উপজেলার ভবানীপুরে একটি বাড়ির খাটের নিচে গর্তে লুকিয়ে থাকা রাসেল ভাইপারের দেখা মেলে।এ সাপ দুটিও পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা। জেলায় একের পর এক রাসেল ভাইপার ধরা পড়ায় আতঙ্ক বিরাজ করছে প্রতিটি এলাকায়।
স্থানীয় কয়েকজন বলছেন, ‘বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবেই এ সাপের দেখা মিলছে।’ ভবানীপুরের বাসিন্দা জালু মাঝি বলেন, ‘সাপটি দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে প্রতিবেশীদের ডেকে এনে সাপটিকে পিটিয়ে মেরে ফেলি। সাপটির পেটে বাচ্চা ছিল।’
এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।
১৩ মিনিট আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থী শিক্ষকের টানানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে মানসিক চিকিৎসা নেওয়ার দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের...
১৯ মিনিট আগে
সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
৩০ মিনিট আগে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ, আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত, পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তাঁরা
৩৬ মিনিট আগে