Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও কোষাধ্যক্ষকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৩ মে ২০২৫, ২২: ০৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে আজ মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে আজ মঙ্গলবার শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষ শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া সহ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মানুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়।

আজ মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। অধ্যাপক গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ববি উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন পদত্যাগ না করায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনের সময় পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে এরপরও আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

ববি উপাচার্যের (ভিসি) পদত্যাগের দাবিতে ২৯ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মকর্তাদের বড় অংশ উপাচার্যের পদত্যাগ দাবিতে মাঠে নেমেছেন। এ পরিস্থিতিতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এ কর্মসূচি থেকে আজ বেলা ২টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

তবে শিক্ষার্থীদের এই দাবি মেনে না নিয়ে আজ রাতে ফেসবুকে লাইভ করেন উপাচার্য শুচিতা। এই লাইভ থেকে আলোচনার প্রস্তাব দেন তিনি। উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার রাত ১২টায় ১২ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত