নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষ শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া সহ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মানুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়।
আজ মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। অধ্যাপক গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ববি উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন পদত্যাগ না করায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনের সময় পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে এরপরও আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
ববি উপাচার্যের (ভিসি) পদত্যাগের দাবিতে ২৯ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মকর্তাদের বড় অংশ উপাচার্যের পদত্যাগ দাবিতে মাঠে নেমেছেন। এ পরিস্থিতিতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এ কর্মসূচি থেকে আজ বেলা ২টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
তবে শিক্ষার্থীদের এই দাবি মেনে না নিয়ে আজ রাতে ফেসবুকে লাইভ করেন উপাচার্য শুচিতা। এই লাইভ থেকে আলোচনার প্রস্তাব দেন তিনি। উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার রাত ১২টায় ১২ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষ শিক্ষার্থীদের দাবি পূরণ হলো। আন্দোলনের ২৯তম দিনে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া সহ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক গোলাম রাব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মানুন-অর-রশীদকেও সরিয়ে দেওয়া হয়।
আজ মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে। অধ্যাপক গোলাম রাব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ববি উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন পদত্যাগ না করায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনের সময় পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে এরপরও আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
ববি উপাচার্যের (ভিসি) পদত্যাগের দাবিতে ২৯ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন করে দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মকর্তাদের বড় অংশ উপাচার্যের পদত্যাগ দাবিতে মাঠে নেমেছেন। এ পরিস্থিতিতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এ কর্মসূচিতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এ কর্মসূচি থেকে আজ বেলা ২টার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
তবে শিক্ষার্থীদের এই দাবি মেনে না নিয়ে আজ রাতে ফেসবুকে লাইভ করেন উপাচার্য শুচিতা। এই লাইভ থেকে আলোচনার প্রস্তাব দেন তিনি। উপাচার্যের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার রাত ১২টায় ১২ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৩ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। কিন্তু দেড় মাস পরও ফল প্রকাশের কোনো উদ্যোগ নেই। এতে হতাশায় ভুগছেন ফলপ্রত্যাশী পরীক্ষার্থীরা। গত বছরের ২৫ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৯১৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১ ঘণ্টা আগে