নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজধানীতে মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত বরিশাল বিএনপির ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বরিশাল ও ঢাকায় তাঁরা আটক হন বলে মহানগর ও জেলা বিএনপি নেতারা জানিয়েছেন।
দলীয় নেতারা জানান, বরিশাল থেকে আটক হয়েছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফ ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জামাল হোসেন। ঢাকার উদ্দেশে রওনা হলে গতকাল বৃহস্পতিবার রাতে সুলতান শরীফকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এবং জামালকে জাগুয়া এলাকা থেকে আটক করা হয়।
মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন বলেন, আজ শুক্রবার ভোরে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক হন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব কাজী গোলাম কিবরিয়া মুন্না, সদস্য ফারুক হোসেন ও ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন। লঞ্চ থেকে ঢাকায় নেমে গন্তব্যে যাওয়ার সময় ওয়ারী থানা-পুলিশ তাঁদের আটক করে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য আবু নাসের রহমত উল্লাহ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে উপজেলার বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রিয়াজ হোসেন এবং মহানগরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ খানকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আটক করা হয়।
গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির পদহীন নেতা শাহাদত খানকে আজ শুক্রবার দুপুরে মাহিলাড়া বাজার থেকে এবং বাজারের পোলট্রি ব্যবসায়ী বিএনপি সমর্থক সবুজ সিকদারকে বাড়ি থেকে আটক করা হয়। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল সরকার।

রাজধানীতে মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত বরিশাল বিএনপির ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বরিশাল ও ঢাকায় তাঁরা আটক হন বলে মহানগর ও জেলা বিএনপি নেতারা জানিয়েছেন।
দলীয় নেতারা জানান, বরিশাল থেকে আটক হয়েছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফ ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জামাল হোসেন। ঢাকার উদ্দেশে রওনা হলে গতকাল বৃহস্পতিবার রাতে সুলতান শরীফকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এবং জামালকে জাগুয়া এলাকা থেকে আটক করা হয়।
মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন বলেন, আজ শুক্রবার ভোরে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক হন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব কাজী গোলাম কিবরিয়া মুন্না, সদস্য ফারুক হোসেন ও ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন। লঞ্চ থেকে ঢাকায় নেমে গন্তব্যে যাওয়ার সময় ওয়ারী থানা-পুলিশ তাঁদের আটক করে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য আবু নাসের রহমত উল্লাহ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থেকে উপজেলার বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রিয়াজ হোসেন এবং মহানগরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ খানকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আটক করা হয়।
গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির পদহীন নেতা শাহাদত খানকে আজ শুক্রবার দুপুরে মাহিলাড়া বাজার থেকে এবং বাজারের পোলট্রি ব্যবসায়ী বিএনপি সমর্থক সবুজ সিকদারকে বাড়ি থেকে আটক করা হয়। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল সরকার।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৪ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৮ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩২ মিনিট আগে