নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভবিষ্যতে আর আচরণবিধি লঙ্ঘন হবে না বলে অঙ্গীকার করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থী মুহাম্মদ ফয়জুল করীম। রিটার্নিং কর্মকর্তার করা শোকজের জবাব দিতে আজ বুধবার সশরীরে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবীরের কার্যালয়ে হাজির হয়ে ভুল স্বীকার করে তিনি এই অঙ্গীকার করেন।
জানা গেছে, ইসলামী আন্দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থী ও দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করীম আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢোকেন। ১২টা ৩৫ মিনিটে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় ফয়জুল করীম বলেন, মনোনয়নপত্র দাখিল না করায় তিনি এখন পর্যন্ত প্রার্থী নন। তা ছাড়া সিটি নির্বাচনের আচরণবিধি সম্পর্কে তাঁর পুরোপুরি জানা ছিল না। দলীয় সহকর্মীরা এ বিষয়ে তাঁকে পুরোপুরি অবহিত করতে পারেননি। রিটার্নিং কর্মকর্তাকে তিনি এসব বিষয়ে লিখিতসহ মৌখিকভাবে অবহিত করেছেন। রিটার্নিং কর্মকর্তা তাঁর বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবীর আজকের পত্রিকাকে বলেন, সম্ভাব্য মেয়র প্রার্থী ফয়জুল করীম সশরীরে উপস্থিত হয়ে ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে লিখিত অঙ্গীকার করেছেন। ফয়জুলের বক্তব্যে কমিশন সন্তুষ্ট। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিয়েছে কমিশন।
প্রসঙ্গত, ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী ফয়জুল করীম গত সোমবার বিকেলে ঢাকা থেকে বরিশাল আসেন। এ সময় নগরের প্রবেশমুখ গড়িয়ারপাড় মোড় থেকে শোভাযাত্রাসহ তাঁকে আলেকান্দা আমতলা মোড়ে নিয়ে যান দলীয় নেতা-কর্মীরা। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসি শোকজ নোটিশ পাঠান ফয়জুলের কাছে। তবে একই ধরনের শোভাযাত্রা করলেও ইসি আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করিম।

ভবিষ্যতে আর আচরণবিধি লঙ্ঘন হবে না বলে অঙ্গীকার করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থী মুহাম্মদ ফয়জুল করীম। রিটার্নিং কর্মকর্তার করা শোকজের জবাব দিতে আজ বুধবার সশরীরে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবীরের কার্যালয়ে হাজির হয়ে ভুল স্বীকার করে তিনি এই অঙ্গীকার করেন।
জানা গেছে, ইসলামী আন্দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থী ও দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করীম আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢোকেন। ১২টা ৩৫ মিনিটে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় ফয়জুল করীম বলেন, মনোনয়নপত্র দাখিল না করায় তিনি এখন পর্যন্ত প্রার্থী নন। তা ছাড়া সিটি নির্বাচনের আচরণবিধি সম্পর্কে তাঁর পুরোপুরি জানা ছিল না। দলীয় সহকর্মীরা এ বিষয়ে তাঁকে পুরোপুরি অবহিত করতে পারেননি। রিটার্নিং কর্মকর্তাকে তিনি এসব বিষয়ে লিখিতসহ মৌখিকভাবে অবহিত করেছেন। রিটার্নিং কর্মকর্তা তাঁর বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবীর আজকের পত্রিকাকে বলেন, সম্ভাব্য মেয়র প্রার্থী ফয়জুল করীম সশরীরে উপস্থিত হয়ে ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে লিখিত অঙ্গীকার করেছেন। ফয়জুলের বক্তব্যে কমিশন সন্তুষ্ট। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে নিয়েছে কমিশন।
প্রসঙ্গত, ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থী ফয়জুল করীম গত সোমবার বিকেলে ঢাকা থেকে বরিশাল আসেন। এ সময় নগরের প্রবেশমুখ গড়িয়ারপাড় মোড় থেকে শোভাযাত্রাসহ তাঁকে আলেকান্দা আমতলা মোড়ে নিয়ে যান দলীয় নেতা-কর্মীরা। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসি শোকজ নোটিশ পাঠান ফয়জুলের কাছে। তবে একই ধরনের শোভাযাত্রা করলেও ইসি আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করিম।

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩৪ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিতে এসে বাবার মৃত্যুসংবাদ পান এক পরীক্ষার্থী। শোক আর কান্না বুকে চেপেই শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তিনি। ওই পরীক্ষার্থীর নাম সালমা খাতুন। তিনি জেলার চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুস সামাদ মুন্সির মেয়ে।
৪২ মিনিট আগে
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
১ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১ ঘণ্টা আগে