নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেখ হাসিনার পতনের খবরে আজ সোমবার বরিশালে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। এর পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপির কালীবাড়ি রোডের বাড়িতে আজ বিকেলে আগুন দেওয়া হয়েছে।
সেখানে ফায়ার সার্ভিসকে যেতে বাধা দেয় বিক্ষুব্ধরা। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যার দিকে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা জানিয়েছেন, ওই বাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে বীভৎস হয়ে যাওয়ায় মৃতদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেল্লাল হোসেন তিনটি মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে থাকতেন হাসানাতের বড় ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিক্ষুব্ধরা ওই বাড়িতে আগুন দেওয়ার কিছুক্ষণ আগেও বাড়ির দ্বিতলার বারান্দায় তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাদিক নিরাপদে বাড়ি ছেড়েছেন কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাদেক আবদুল্লাহ বাসভবনে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে সেখান থেকে আমরা তিনজনের মারা দেহ উদ্ধার করি। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সেবাচিম হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।’
এ ছাড়া সিটি করপোরেশনের এনএক্স ভবন কার্যালয়, আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় শাহান আরা বেগম পার্ক, বরিশাল ক্লাব, সার্কিট হাউসসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের রাজনৈতিক অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বরিশাল প্রেসক্লাব ভাঙচুর করা হয়েছে।

শেখ হাসিনার পতনের খবরে আজ সোমবার বরিশালে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। এর পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগনে আবুল হাসানাত আবদুল্লাহ এমপির কালীবাড়ি রোডের বাড়িতে আজ বিকেলে আগুন দেওয়া হয়েছে।
সেখানে ফায়ার সার্ভিসকে যেতে বাধা দেয় বিক্ষুব্ধরা। প্রায় এক ঘণ্টা পর সন্ধ্যার দিকে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীরা জানিয়েছেন, ওই বাড়ি থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে বীভৎস হয়ে যাওয়ায় মৃতদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক বেল্লাল হোসেন তিনটি মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে থাকতেন হাসানাতের বড় ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিক্ষুব্ধরা ওই বাড়িতে আগুন দেওয়ার কিছুক্ষণ আগেও বাড়ির দ্বিতলার বারান্দায় তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাদিক নিরাপদে বাড়ি ছেড়েছেন কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাদেক আবদুল্লাহ বাসভবনে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে সেখান থেকে আমরা তিনজনের মারা দেহ উদ্ধার করি। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সেবাচিম হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।’
এ ছাড়া সিটি করপোরেশনের এনএক্স ভবন কার্যালয়, আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় শাহান আরা বেগম পার্ক, বরিশাল ক্লাব, সার্কিট হাউসসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের রাজনৈতিক অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বরিশাল প্রেসক্লাব ভাঙচুর করা হয়েছে।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৬ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে