Ajker Patrika

বাবুগঞ্জে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাবুগঞ্জ থানা। ফাইল ছবি
বাবুগঞ্জ থানা। ফাইল ছবি

বরিশালের বাবুগঞ্জে মাদক কারবারিদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানকারী দলের কনস্টেবলসহ তিনজন জখমের ঘটনায় মামলা হয়েছে। ডিবি পুলিশের এস আই মোহাম্মদ গোলাম আজাদ বাদী হয়ে আজ শুক্রবার বাবুগঞ্জ থানায় মামলাটি করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর জখম হওয়া তিনজন হলেন ডিবি পুলিশের কনস্টেবল মো. ইমরান এবং ডিবি পুলিশের সোর্স মো. শাওন ও মো. সাগর। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিবি পুলিশের পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় হারুন খার ফার্মের বাগানে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিরা হামলা চালান। এতে মাদক কারবারিদের চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিন স্থানে জখম হয়েছে কনস্টেবল ইমরানের। এ সময় সোর্স সাগর ও শাওনও গুরুতরভাবে জখম হয়েছেন। পরে মাদক কারবারিরা পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে আজ পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা যায়নি।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম সাংবাদিকদের জানান, ডিবি পুলিশের ওপর হামলাকারীরা পলাতক রয়েছেন। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত