নিজস্ব প্রতিবেদক, বরিশাল

যাত্রী ওঠানো নিয়ে বাস ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির মধ্য বিরোধ মেটাতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। এর প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। মারধরের শিকার ওই তিন শিক্ষার্থী শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে দোষীদের দ্রুত বিচারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন। অবরোধে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মারধরের শিকার তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানজিল আজাদ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম ও তরিকুল ইসলাম।
স্থানীয় তথ্যমতে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে ভোলা রোডে যাত্রী ওঠানো নিয়ে সিএনজি অটোরিকশা ও বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্য বিরোধের সৃষ্টি হয়। বাগ্বিতণ্ডা দেখে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করলে শিক্ষার্থীদের মারধর করে শ্রমিকসহ স্থানীয় ৮-১০ জন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় পরিবহন শ্রমিক সমিতি এবং সিএনজি অটোরিকশা সমিতির মধ্যে বাগ্বিতণ্ডা হয় ভোলা রোডের ছোট ব্রিজের কাছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী সেখানে উপস্থিতি ছিলেন। তারা উভয় পক্ষকে থামানোর জন্য গেলে বাস মালিক সমিতির কিছু লোক বাঁশ ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। আহত শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বরিশাল জেলা বাসমালিক গ্রুপের আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, বাস মালিক সমিতির লোকজনের ওপর মাহিন্দ্রশ্রমিকেরা হামলা চালিয়েছে। পাঁচজন শ্রমিক আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান বলেন, ‘শিক্ষার্থীদের মারধরের ঘটনা শুনে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। সেখানে সেনাবাহিনী ও পুলিশও আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নিয়েছে তারা।’ দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘সিএনজি অটোরিকশা ও বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্য মারামারি থামাতে গিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে আমরা জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।’

যাত্রী ওঠানো নিয়ে বাস ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির মধ্য বিরোধ মেটাতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। এর প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। মারধরের শিকার ওই তিন শিক্ষার্থী শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে দোষীদের দ্রুত বিচারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন। অবরোধে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মারধরের শিকার তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানজিল আজাদ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম ও তরিকুল ইসলাম।
স্থানীয় তথ্যমতে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে ভোলা রোডে যাত্রী ওঠানো নিয়ে সিএনজি অটোরিকশা ও বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্য বিরোধের সৃষ্টি হয়। বাগ্বিতণ্ডা দেখে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করলে শিক্ষার্থীদের মারধর করে শ্রমিকসহ স্থানীয় ৮-১০ জন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় পরিবহন শ্রমিক সমিতি এবং সিএনজি অটোরিকশা সমিতির মধ্যে বাগ্বিতণ্ডা হয় ভোলা রোডের ছোট ব্রিজের কাছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী সেখানে উপস্থিতি ছিলেন। তারা উভয় পক্ষকে থামানোর জন্য গেলে বাস মালিক সমিতির কিছু লোক বাঁশ ও লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। আহত শিক্ষার্থীরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বরিশাল জেলা বাসমালিক গ্রুপের আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, বাস মালিক সমিতির লোকজনের ওপর মাহিন্দ্রশ্রমিকেরা হামলা চালিয়েছে। পাঁচজন শ্রমিক আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান বলেন, ‘শিক্ষার্থীদের মারধরের ঘটনা শুনে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। সেখানে সেনাবাহিনী ও পুলিশও আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নিয়েছে তারা।’ দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘সিএনজি অটোরিকশা ও বাস মালিক সমিতির শ্রমিকদের মধ্য মারামারি থামাতে গিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে আমরা জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।’

২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ফলে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন তারেক রহমান।
১১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির হত্যাকারীদের বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ নিয়ে পঞ্চগড়ে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে