নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন) পদে চাকরি দেওয়ার নামে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ কয়েক বছর আগে টাকা নিলেও এখন পর্যন্ত চাকরি দেননি বলে অভিযোগ করেছেন সাহিন সিকদার নামের এক যুবক।
সাহিন সিকদার কলেজসংলগ্ন ফকির বাড়ি সড়কের বাসিন্দা। আজ রোববার সকালে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করে উল্টো সাহিন সিকদারের বিরুদ্ধে ১৪ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগ তুলেছেন অধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে সাহিন সিকদার বলেন, ফকির বাড়ি সড়কের অধ্যক্ষের মালিকানাধীন মাতৃছায়া কিন্ডারগার্টেনের সামনে ফলের ব্যবসা করার সুবাদে সুজিত কুমারের সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কের একপর্যায়ে কলেজের পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ৯ লাখ টাকা নেন অধ্যক্ষ।
চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে অধ্যক্ষ টালবাহানা শুরু করেন। একপর্যায়ে গত বছরের ২৯ মার্চ সাহিনকে অপহরণের পর বেদম মারধর ও জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর রেখে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যান অধ্যক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এসব ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে সাহিন দুটি মামলা করেছেন। কিন্তু মামলা পরিচালনায় আদালতে না যেতে তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বলেন, ‘ফলের ব্যবসায় বিনিয়োগের জন্য তিনি সাহিনকে ১৪ লাখ টাকা ধার দিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়ার জন্য সে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ রটাচ্ছে।’
অধ্যক্ষের দাবি, টাকা ফেরত বাবদ সাহিন ১৪ লাখ টাকার চেক দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট হিসাব নম্বরে টাকা না থাকায় তিনি সাহিনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেছেন।
তবে সাহিন বলেন, তাঁকে অপহরণের সময় সঙ্গে থাকা চেকসহ একটি মানিব্যাগ নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের তিন মাস পর ১৪ লাখ টাকা পাওনার একটি উকিল নোটিশ দিয়েছেন অধ্যক্ষ।

চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন) পদে চাকরি দেওয়ার নামে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশাল সিটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ কয়েক বছর আগে টাকা নিলেও এখন পর্যন্ত চাকরি দেননি বলে অভিযোগ করেছেন সাহিন সিকদার নামের এক যুবক।
সাহিন সিকদার কলেজসংলগ্ন ফকির বাড়ি সড়কের বাসিন্দা। আজ রোববার সকালে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অধ্যক্ষের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করে উল্টো সাহিন সিকদারের বিরুদ্ধে ১৪ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগ তুলেছেন অধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে সাহিন সিকদার বলেন, ফকির বাড়ি সড়কের অধ্যক্ষের মালিকানাধীন মাতৃছায়া কিন্ডারগার্টেনের সামনে ফলের ব্যবসা করার সুবাদে সুজিত কুমারের সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কের একপর্যায়ে কলেজের পিয়ন পদে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ৯ লাখ টাকা নেন অধ্যক্ষ।
চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে অধ্যক্ষ টালবাহানা শুরু করেন। একপর্যায়ে গত বছরের ২৯ মার্চ সাহিনকে অপহরণের পর বেদম মারধর ও জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর রেখে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যান অধ্যক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এসব ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে সাহিন দুটি মামলা করেছেন। কিন্তু মামলা পরিচালনায় আদালতে না যেতে তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বলেন, ‘ফলের ব্যবসায় বিনিয়োগের জন্য তিনি সাহিনকে ১৪ লাখ টাকা ধার দিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়ার জন্য সে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগ রটাচ্ছে।’
অধ্যক্ষের দাবি, টাকা ফেরত বাবদ সাহিন ১৪ লাখ টাকার চেক দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট হিসাব নম্বরে টাকা না থাকায় তিনি সাহিনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেছেন।
তবে সাহিন বলেন, তাঁকে অপহরণের সময় সঙ্গে থাকা চেকসহ একটি মানিব্যাগ নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণের তিন মাস পর ১৪ লাখ টাকা পাওনার একটি উকিল নোটিশ দিয়েছেন অধ্যক্ষ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে