নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের বাংলা হলে গভীর রাতে দুই ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার গভীর রাতে তাদের মারধর করা হয়।
মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন, মার্কেটিং বিভাগের রাজু মোল্লা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সিফাত হাসান।
এদিকে খবর পেয়ে হল প্রভোস্ট তাঁদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
ববির শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া সাংবাদিকদের বলেন, ‘দুই পক্ষই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দ্বন্দ্বের জেরে রাজু ও সিফাতের ওপর নির্যাতন চালানো হতে পারে। নির্যাতনের শিকার দুজন ছাত্রলীগ নেতা আলীম সালেহীর অনুসারী।’
নির্যাতনের শিকার সিফাত বলেন, ‘শনিবার গভীর রাতে আমি শেরে বাংলা হলের ২০০৭ নম্বর কক্ষে অবস্থান করছিলাম। এ সময় তাহমিদ জামান নাভিদের অনুসারীরা আমাকেসহ পাশের রুমের সিফাতকে ধরে নিয়ে যায়। পরে আমাদের দুজনকে মাঠে নিয়ে পিটিয়ে জখম করে। হল প্রভোস্ট আবু জাফর মিয়া খবর পেয়ে হলের মাঠে আসেন এবং আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’
আহত রাজু মোল্লা বলেন, ‘আমি এবং সিফাত বর্তমানে শেবাচিম হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছি।’
এ বিষয়ে জানতে চাইলে তাহমিদ জামান নাভিদ বলেন, ‘রাজু ও সিফাত হলে অস্ত্র রেখেছে। এ জন্য সাধারণ ছাত্ররা তাদের মারধর করেছে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, ‘দুই পক্ষে এর আগেও মারামারি হয়েছে। ওই ঘটনার জেরে শনিবার রাতে শেরে বাংলা হলে মারামারি হয়েছে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের বাংলা হলে গভীর রাতে দুই ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার গভীর রাতে তাদের মারধর করা হয়।
মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন, মার্কেটিং বিভাগের রাজু মোল্লা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সিফাত হাসান।
এদিকে খবর পেয়ে হল প্রভোস্ট তাঁদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
ববির শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া সাংবাদিকদের বলেন, ‘দুই পক্ষই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দ্বন্দ্বের জেরে রাজু ও সিফাতের ওপর নির্যাতন চালানো হতে পারে। নির্যাতনের শিকার দুজন ছাত্রলীগ নেতা আলীম সালেহীর অনুসারী।’
নির্যাতনের শিকার সিফাত বলেন, ‘শনিবার গভীর রাতে আমি শেরে বাংলা হলের ২০০৭ নম্বর কক্ষে অবস্থান করছিলাম। এ সময় তাহমিদ জামান নাভিদের অনুসারীরা আমাকেসহ পাশের রুমের সিফাতকে ধরে নিয়ে যায়। পরে আমাদের দুজনকে মাঠে নিয়ে পিটিয়ে জখম করে। হল প্রভোস্ট আবু জাফর মিয়া খবর পেয়ে হলের মাঠে আসেন এবং আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’
আহত রাজু মোল্লা বলেন, ‘আমি এবং সিফাত বর্তমানে শেবাচিম হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছি।’
এ বিষয়ে জানতে চাইলে তাহমিদ জামান নাভিদ বলেন, ‘রাজু ও সিফাত হলে অস্ত্র রেখেছে। এ জন্য সাধারণ ছাত্ররা তাদের মারধর করেছে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, ‘দুই পক্ষে এর আগেও মারামারি হয়েছে। ওই ঘটনার জেরে শনিবার রাতে শেরে বাংলা হলে মারামারি হয়েছে।’

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
০১ জানুয়ারি ১৯৭০
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৩ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৭ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২০ মিনিট আগে