বরিশাল প্রতিনিধি

পুলিশে নিয়োগ পেতে আশার আলো দেখছেন বরিশালের হিজলা উপজেলার আসপিয়া ইসলাম। চাকরি পেতে সব ধাপ পেরিয়েও কনস্টেবল হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এই তরুণী। আসপিয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে আলোচনা হওয়ায় গত বুধবার টনক নড়ে প্রশাসনের। বুধবার আসপিয়া জানান, তাঁকে প্রশাসন থেকে আশ্বস্ত করেছে।
অন্যদিকে স্থানীয় প্রশাসন ওই তরুণীকে জমি ও ঘর দেওয়ার আশ্বাস দিয়েছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মুখ না খুললেও রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
প্রসঙ্গত, কনস্টেবল পদের ফলাফলে মেধা তালিকায় পঞ্চম হয়েও বরিশালে স্থায়ী ঠিকানা না থাকায় আটকে গেছে আসপিয়ার স্বপ্ন।
পুলিশে নিয়োগের জটিলতায় পড়া হিজলার তরুণী আসপিয়া ইসলাম শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাতেই ফোনে তাঁকে প্রশাসন থেকে আশ্বস্ত করেছে যে তাঁর বিষয়টি দেখবে।
কোন মাধ্যম থেকে আশ্বস্ত করা হয়েছে—এ প্রসঙ্গে আসপিয়া বলেন, ‘এ বিষয়ে বলার নির্দেশ নেই।’ তবে আসপিয়ার স্বজনদের মাধ্যমে জানা গেছে, এ ঘটনায় আর মুখ খুলতে তাঁকে নিষেধ করাও হয়েছে।
এদিকে শুক্রবার হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, আসপিয়ার বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসক তাঁকে নির্দেশ দিয়েছেন। তিনি সকালে ওই তরুণীকে কার্যালয়ে ডেকে বিস্তারিত জেনেছেন। এ সময় মুজিববর্ষ উপলক্ষে চলমান আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় তাঁর পরিবারকে ঘর ও জমি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
ইউএনও বকুল চন্দ্র কবিরাজ বলেন, নিয়োগের সময়সীমা কত দিন তা জানা নেই। তবে সময়সীমার মধ্যে জমি ও ঘর হস্তান্তর করার চেষ্টা করবেন বলে তাঁরা ওই তরুণীকে আশ্বস্ত করেছেন।
এসব প্রসঙ্গে বরিশাল জেলা পুলিশ ও রেঞ্জ ডিআইজির সঙ্গে যোগাযোগ করা হলেও আসপিয়ার কনস্টেবল হওয়ার জটিলতা নিরসন নিয়ে কোনো জবাব পাওয়া যায়নি। তবে শুক্রবার সকাল সোয়া ১০টায় রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মমতাময়ী সাহসী মায়েরা বেঁচে থাকুক হাজার বছর।’ বরিশালের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর ওই মন্তব্যকে আসপিয়ার জন্য ইতিবাচক ধরে নিয়ে রেঞ্জ ডিআইজিকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, হিজলার তরুণী আসপিয়া ইসলাম বরিশালে পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করলে শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেন। একে একে নানা ধাপ পেরিয়ে ২৯ নভেম্বর ভাইভায় উত্তীর্ণ হয়ে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন সেন্ট্রাল হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয়। সেখানেও উত্তীর্ণ হন এই তরুণী।
তবে চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনে আসপিয়া ও তাঁর পরিবারকে ভূমিহীন উল্লেখ করা হয়। বুধবার জেলা পুলিশ সুপার বরাবর প্রতিবেদন জমা দেন হিজলা থানার উপপরিদর্শক মো. আব্বাস। স্থায়ী ঠিকানা না থাকায় আসপিয়ার চাকরি হবে না বলে জানিয়েও দেওয়া হয়।
যদিও আসপিয়া ইসলামের বাবা শফিকুল ইসলাম প্রায় তিন দশক আগে কাজের সন্ধানে বরিশালের হিজলা উপজেলায় আসেন। জন্মসূত্রে তাঁর ভোটার আইডি, জন্মনিবন্ধনও হিজলার বড়জালিয়া ইউপিতেই।

পুলিশে নিয়োগ পেতে আশার আলো দেখছেন বরিশালের হিজলা উপজেলার আসপিয়া ইসলাম। চাকরি পেতে সব ধাপ পেরিয়েও কনস্টেবল হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এই তরুণী। আসপিয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে আলোচনা হওয়ায় গত বুধবার টনক নড়ে প্রশাসনের। বুধবার আসপিয়া জানান, তাঁকে প্রশাসন থেকে আশ্বস্ত করেছে।
অন্যদিকে স্থানীয় প্রশাসন ওই তরুণীকে জমি ও ঘর দেওয়ার আশ্বাস দিয়েছে। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মুখ না খুললেও রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
প্রসঙ্গত, কনস্টেবল পদের ফলাফলে মেধা তালিকায় পঞ্চম হয়েও বরিশালে স্থায়ী ঠিকানা না থাকায় আটকে গেছে আসপিয়ার স্বপ্ন।
পুলিশে নিয়োগের জটিলতায় পড়া হিজলার তরুণী আসপিয়া ইসলাম শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, বুধবার রাতেই ফোনে তাঁকে প্রশাসন থেকে আশ্বস্ত করেছে যে তাঁর বিষয়টি দেখবে।
কোন মাধ্যম থেকে আশ্বস্ত করা হয়েছে—এ প্রসঙ্গে আসপিয়া বলেন, ‘এ বিষয়ে বলার নির্দেশ নেই।’ তবে আসপিয়ার স্বজনদের মাধ্যমে জানা গেছে, এ ঘটনায় আর মুখ খুলতে তাঁকে নিষেধ করাও হয়েছে।
এদিকে শুক্রবার হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, আসপিয়ার বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসক তাঁকে নির্দেশ দিয়েছেন। তিনি সকালে ওই তরুণীকে কার্যালয়ে ডেকে বিস্তারিত জেনেছেন। এ সময় মুজিববর্ষ উপলক্ষে চলমান আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় তাঁর পরিবারকে ঘর ও জমি দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
ইউএনও বকুল চন্দ্র কবিরাজ বলেন, নিয়োগের সময়সীমা কত দিন তা জানা নেই। তবে সময়সীমার মধ্যে জমি ও ঘর হস্তান্তর করার চেষ্টা করবেন বলে তাঁরা ওই তরুণীকে আশ্বস্ত করেছেন।
এসব প্রসঙ্গে বরিশাল জেলা পুলিশ ও রেঞ্জ ডিআইজির সঙ্গে যোগাযোগ করা হলেও আসপিয়ার কনস্টেবল হওয়ার জটিলতা নিরসন নিয়ে কোনো জবাব পাওয়া যায়নি। তবে শুক্রবার সকাল সোয়া ১০টায় রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। মমতাময়ী সাহসী মায়েরা বেঁচে থাকুক হাজার বছর।’ বরিশালের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর ওই মন্তব্যকে আসপিয়ার জন্য ইতিবাচক ধরে নিয়ে রেঞ্জ ডিআইজিকে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, হিজলার তরুণী আসপিয়া ইসলাম বরিশালে পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করলে শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেন। একে একে নানা ধাপ পেরিয়ে ২৯ নভেম্বর ভাইভায় উত্তীর্ণ হয়ে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন সেন্ট্রাল হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয়। সেখানেও উত্তীর্ণ হন এই তরুণী।
তবে চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনে আসপিয়া ও তাঁর পরিবারকে ভূমিহীন উল্লেখ করা হয়। বুধবার জেলা পুলিশ সুপার বরাবর প্রতিবেদন জমা দেন হিজলা থানার উপপরিদর্শক মো. আব্বাস। স্থায়ী ঠিকানা না থাকায় আসপিয়ার চাকরি হবে না বলে জানিয়েও দেওয়া হয়।
যদিও আসপিয়া ইসলামের বাবা শফিকুল ইসলাম প্রায় তিন দশক আগে কাজের সন্ধানে বরিশালের হিজলা উপজেলায় আসেন। জন্মসূত্রে তাঁর ভোটার আইডি, জন্মনিবন্ধনও হিজলার বড়জালিয়া ইউপিতেই।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে