নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য ও একাডেমি কাউন্সিলের সদস্যপদ থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাসীন উদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে উপাচার্যের নির্দেশে শিক্ষক মোহাসীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অব্যাহতিপত্র দেন রেজিস্ট্রার মনিরুল ইমলাম। যদিও মোহাসীন অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার ক্ষমতা উপাচার্য রাখেন না, এটি আইনবহির্ভূত।
বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া পত্রে উল্লেখ করা হয়েছে, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আপনি (অধ্যাপক মোহাসীন) ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট সদস্য এবং একাডেমি কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন। এরপরও গত ৭ অক্টোবর আপনাকে ওই পদে পুনর্বহাল করা হয়। গত ২ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় উপস্থিত না হয়ে বরং তা বয়কট করেছেন। ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উপাচার্যের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন, যা চাকরিবিধির লঙ্ঘন। উপাচার্যকে পতিত সরকারের দোসর বলে মন্তব্যও করেছেন। অথচ পুলিশ ভেরিফিকেশনে আপনাকে আওয়ামী লীগের সমর্থক উল্লেখ করা হয়েছে।’
তবে অধ্যাপক ড. মোহাসীন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। এই ফোরাম থেকে অব্যাহতি দেবে একমাত্র একাডেমিক কাউন্সিল। যেহেতু একাডেমিক কাউন্সিলে এ বিষয়টি তোলেইনি, সেহেতু এটি আইনবহির্ভূত। উপাচার্য এককভাবে সিন্ডিকেট সদস্য থেকে অব্যাহতি দিতে পারেন না।
এ প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে কল করা হলেও তিনি ধরেননি।
বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, উপাচার্যের নির্দেশে অধ্যাপক মোহাসীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য ও একাডেমি কাউন্সিলের সদস্যপদ থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাসীন উদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে উপাচার্যের নির্দেশে শিক্ষক মোহাসীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অব্যাহতিপত্র দেন রেজিস্ট্রার মনিরুল ইমলাম। যদিও মোহাসীন অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার ক্ষমতা উপাচার্য রাখেন না, এটি আইনবহির্ভূত।
বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া পত্রে উল্লেখ করা হয়েছে, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আপনি (অধ্যাপক মোহাসীন) ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট সদস্য এবং একাডেমি কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন। এরপরও গত ৭ অক্টোবর আপনাকে ওই পদে পুনর্বহাল করা হয়। গত ২ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় উপস্থিত না হয়ে বরং তা বয়কট করেছেন। ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উপাচার্যের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন, যা চাকরিবিধির লঙ্ঘন। উপাচার্যকে পতিত সরকারের দোসর বলে মন্তব্যও করেছেন। অথচ পুলিশ ভেরিফিকেশনে আপনাকে আওয়ামী লীগের সমর্থক উল্লেখ করা হয়েছে।’
তবে অধ্যাপক ড. মোহাসীন উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট। এই ফোরাম থেকে অব্যাহতি দেবে একমাত্র একাডেমিক কাউন্সিল। যেহেতু একাডেমিক কাউন্সিলে এ বিষয়টি তোলেইনি, সেহেতু এটি আইনবহির্ভূত। উপাচার্য এককভাবে সিন্ডিকেট সদস্য থেকে অব্যাহতি দিতে পারেন না।
এ প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে কল করা হলেও তিনি ধরেননি।
বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, উপাচার্যের নির্দেশে অধ্যাপক মোহাসীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৫ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩১ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে