নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের হাট-বাজার ইজারা নিয়ে আজ বুধবার দিনভর নগর ভবনে হট্টগোল হয়েছে। মারধরের শিকার হয়েছে এক যুবক। নগরের ১৫টি হাটবাজার, ২টি বাসস্ট্যান্ড, ৩টি পাবলিক টয়লেট এবং ১টি জবাইখানার ইজারার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিডিউল জমা দেওয়ার শেষ দিনে নগর ভবনে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের সরগরম উপস্থিতি ছিল। বেলা ১১টার দিকে হঠাৎ নগর ভবনের গেটের সামনে এক যুবককে মারধর করে ছাত্রদলের কর্মীরা। শিডিউল জমা দেওয়া নিয়ে বিরোধে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। এর মধ্যে কোনো কোনো হাট-বাজারের ইজারা প্রক্রিয়া শেষ করার সময় কয়েক দফায় অস্থিরতা ছড়িয়ে পড়ে নগর ভবনে। উদ্ভূত পরিস্থিতিতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ মাইকিং করে শিডিউল জমা দেওয়ার জন্য ঠিকাদারদের উৎসাহিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাট-বাজার, বাস টার্মিনাল ইজারার দরপত্র নিয়ে আজ সকাল থেকে নগরের ৩০টি ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। দফায় দফায় মহড়া দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে নগর ভবনে পুলিশ মোতায়েন ছিল।
বেলা ১১টার দিকে যুবদলের কর্মী আর আই সোহেলকে বেধড়ক মারধর করে ছাত্রদলের কর্মীরা। পোর্টরোড হাট-বাজারের ইজারার বিপরীতে শিডিউল জমা দেওয়ায় মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠুর নেতৃত্বে সোহেলকে মারধর করা হয় বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠু বলেন, সিটি করপোরেশনের ইজারার শিডিউল ডিসি অফিসেও জমা দেওয়ার সুযোগ ছিল। এ জন্য সকালে তাঁরা পোর্টরোড বাজারের শিডিউল জমা দিতে গেলে সোহাগ নামের এক ছোট ভাইকে মারধর করে কাগজ রেখে দেয় সোহেল ও তাঁর লোকজন। ওই ছোট ভাইয়েরা বেলা ১১টার দিকে সোহেলকে নগর ভবনের সামনে পেয়ে গালাগাল ও হাতাহাতি করেছে।’
এ বিষয়ে জানতে আর আই সোহেলকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বিকেলে বলেন, ওপেন টেন্ডার কার্যক্রমে হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। ব্যাপক গ্যাদারিং হলেও শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে শেষ করা গেছে। নগর ভবনের ভেতরে কোনো বিশৃঙ্খলা হয়নি বলে তিনি দাবি করেন।

বরিশাল সিটি করপোরেশনের হাট-বাজার ইজারা নিয়ে আজ বুধবার দিনভর নগর ভবনে হট্টগোল হয়েছে। মারধরের শিকার হয়েছে এক যুবক। নগরের ১৫টি হাটবাজার, ২টি বাসস্ট্যান্ড, ৩টি পাবলিক টয়লেট এবং ১টি জবাইখানার ইজারার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল আজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিডিউল জমা দেওয়ার শেষ দিনে নগর ভবনে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীদের সরগরম উপস্থিতি ছিল। বেলা ১১টার দিকে হঠাৎ নগর ভবনের গেটের সামনে এক যুবককে মারধর করে ছাত্রদলের কর্মীরা। শিডিউল জমা দেওয়া নিয়ে বিরোধে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। এর মধ্যে কোনো কোনো হাট-বাজারের ইজারা প্রক্রিয়া শেষ করার সময় কয়েক দফায় অস্থিরতা ছড়িয়ে পড়ে নগর ভবনে। উদ্ভূত পরিস্থিতিতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ মাইকিং করে শিডিউল জমা দেওয়ার জন্য ঠিকাদারদের উৎসাহিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাট-বাজার, বাস টার্মিনাল ইজারার দরপত্র নিয়ে আজ সকাল থেকে নগরের ৩০টি ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। দফায় দফায় মহড়া দেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে নগর ভবনে পুলিশ মোতায়েন ছিল।
বেলা ১১টার দিকে যুবদলের কর্মী আর আই সোহেলকে বেধড়ক মারধর করে ছাত্রদলের কর্মীরা। পোর্টরোড হাট-বাজারের ইজারার বিপরীতে শিডিউল জমা দেওয়ায় মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠুর নেতৃত্বে সোহেলকে মারধর করা হয় বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রদলের সহসভাপতি আরিফুর রহমান মিঠু বলেন, সিটি করপোরেশনের ইজারার শিডিউল ডিসি অফিসেও জমা দেওয়ার সুযোগ ছিল। এ জন্য সকালে তাঁরা পোর্টরোড বাজারের শিডিউল জমা দিতে গেলে সোহাগ নামের এক ছোট ভাইকে মারধর করে কাগজ রেখে দেয় সোহেল ও তাঁর লোকজন। ওই ছোট ভাইয়েরা বেলা ১১টার দিকে সোহেলকে নগর ভবনের সামনে পেয়ে গালাগাল ও হাতাহাতি করেছে।’
এ বিষয়ে জানতে আর আই সোহেলকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বিকেলে বলেন, ওপেন টেন্ডার কার্যক্রমে হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। ব্যাপক গ্যাদারিং হলেও শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে শেষ করা গেছে। নগর ভবনের ভেতরে কোনো বিশৃঙ্খলা হয়নি বলে তিনি দাবি করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১২ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে