মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী

একটু বৃষ্টিতেই পটুয়াখালী শহরের পৌর কবরস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। শুকনো মৌসুমের তুলনায় বর্ষা মৌসুমে মরদেহ দাফন করতে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। পৌরবাসীর দাবি, কবরস্থানের জলাবদ্ধতা দ্রুত নিরসনের পাশাপাশি নতুন কবরস্থান নির্মাণ করবে পৌর কর্তৃপক্ষ।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৮৯২ সালে পটুয়াখালী পৌরসভা গঠিত হয়। পৌর এলাকায় কেউ মারা গেলে মরদেহ দাফনের জন্য সে সময়ে প্রায় সাত একর জমিতে পৌরসভার নিয়ন্ত্রণাধীন একটি কবরস্থান নির্মাণ করা হয়। তবে বর্তমানে পৌর কবরস্থানে জায়গা না থাকায় পুরোনো কবরগুলোর ওপরেই নতুন করে মরদেহ দাফন করা হয়।
সরেজমিনে পৌর কবরস্থানে দেখা যায়, কবরস্থানের গেট পেরিয়ে ভেতরে এগোতেই চোখে পড়ে কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে ডুবে আছে ভেতরের সড়কটি। ফলে মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।
কবরস্থানের খাদেম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কবরস্থানে জলাবদ্ধতা নতুন নয়, প্রতিবছরই হয়ে থাকে। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘কবরস্থানের জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানিটা জমছে, সে পানিটা না জমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানি জমেছে তা যেন না জমে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর পৌর এলাকার পাশে আধুনিক কবরস্থানের প্রকল্প উন্নয়নের কাজ শুরু করছি। আশা করছি কাছাকাছি সময়ের মধ্যে আধুনিক কবরস্থানের নির্মাণকাজ শুরু করতে পারব।’

একটু বৃষ্টিতেই পটুয়াখালী শহরের পৌর কবরস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী। শুকনো মৌসুমের তুলনায় বর্ষা মৌসুমে মরদেহ দাফন করতে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। পৌরবাসীর দাবি, কবরস্থানের জলাবদ্ধতা দ্রুত নিরসনের পাশাপাশি নতুন কবরস্থান নির্মাণ করবে পৌর কর্তৃপক্ষ।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ১৮৯২ সালে পটুয়াখালী পৌরসভা গঠিত হয়। পৌর এলাকায় কেউ মারা গেলে মরদেহ দাফনের জন্য সে সময়ে প্রায় সাত একর জমিতে পৌরসভার নিয়ন্ত্রণাধীন একটি কবরস্থান নির্মাণ করা হয়। তবে বর্তমানে পৌর কবরস্থানে জায়গা না থাকায় পুরোনো কবরগুলোর ওপরেই নতুন করে মরদেহ দাফন করা হয়।
সরেজমিনে পৌর কবরস্থানে দেখা যায়, কবরস্থানের গেট পেরিয়ে ভেতরে এগোতেই চোখে পড়ে কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে ডুবে আছে ভেতরের সড়কটি। ফলে মানুষদের ভোগান্তিতে পড়তে হয়।
কবরস্থানের খাদেম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কবরস্থানে জলাবদ্ধতা নতুন নয়, প্রতিবছরই হয়ে থাকে। পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘কবরস্থানের জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানিটা জমছে, সে পানিটা না জমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে কবরস্থানের আশপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এখন যে পানি জমেছে তা যেন না জমে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর পৌর এলাকার পাশে আধুনিক কবরস্থানের প্রকল্প উন্নয়নের কাজ শুরু করছি। আশা করছি কাছাকাছি সময়ের মধ্যে আধুনিক কবরস্থানের নির্মাণকাজ শুরু করতে পারব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে