নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হলে প্রতিপক্ষের মারধরে ৩ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মহানগরের বন্দর থানায় গতকাল বুধবার গভীর রাতে মামলাটি দায়ের করেন আহতদের একজন রাজু মোল্লা (২৩)।
মামলায় বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়। তাঁরা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারে জনতাবদ্ধ হয়ে দা, লোহার রড ও পাইপ নিয়ে হলের কক্ষে অনধিকার প্রবেশ করে। তখন অভিযুক্ত তানজিদ মঞ্জু হত্যার উদ্দেশ্যে আহত রাজুর মাথায় কোপ দেয় বলে অভিযোগ করা হয়। এছাড়াও ভাঙচুর, ক্ষতিসাধন, অবৈধভাবে আটকে মারধরসহ চুরির অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, গত শনিবার দিনগত রাত ১২টার দিকে ববির শের-ই-বাংলা হলে প্রবেশ করেন একদল শিক্ষার্থী। তখন তারা মার্কেটিং বিভাগের অনার্সের শিক্ষার্থী রাজু মোল্লা ও মিলন হোসাইন, উদ্ভিদ বিজ্ঞানের সিফাত হোসাইনকে মারধর করে বলে অভিযোগ করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিরা হলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজিদ মঞ্জু (২৪), সিহাব উদ্দিন (২৪), মাকের্টিং বিভাগের রমজান হোসেন (২৪), ফিন্যান্স ও ব্যাংকিংয়ের হাসিব রায়হান মুন্না (২৪), রাষ্ট্রবিজ্ঞানের রফিকুল ইসলাম ইমু (২৫) ও নাইমুর রহমান (২৪), ইতিহাস ও সভ্যতার ফারদিন খান (২৪), গণিতের দেলোয়ার হোসেন (২৪), রাষ্ট্রবিজ্ঞানের ফাত্তাহুর রাফি (২৪), ফিন্যান্স ও ব্যাংকিংয়ের আলভীর ইসলাম (২৪) ও হিসাব বিজ্ঞান বিভাগের শাওন (২৪)।
মামলার বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এর জেরে শনিবার রাতে ধারালো অস্ত্রসহ লোহার রড নিয়ে হলের ২০০৭ নম্বর রুমে প্রবেশ করেন আসামিরা। তখন রাজু মোল্লাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় কক্ষে থাকা ল্যাপটপ ভাঙচুর করেন। তখন রাজুকে টেনে ২০০৬ নম্বর কক্ষে আটকে রাখেন। সেখানে তাঁকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে আঘাত করে মাথায় জখম করে মঞ্জু। এরপর অপর দুই শিক্ষার্থী মিলন ও সিফাতকে ডেকে এনে মারধর করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনার পর হলের প্রভোস্ট আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ববির শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীরা তাঁর কাছে কোনো অভিযোগ দেয়নি। মামলা বিষয়ে তিনি অবগত নয়। শিক্ষার্থীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের-ই-বাংলা হলে প্রতিপক্ষের মারধরে ৩ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মহানগরের বন্দর থানায় গতকাল বুধবার গভীর রাতে মামলাটি দায়ের করেন আহতদের একজন রাজু মোল্লা (২৩)।
মামলায় বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়। তাঁরা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারে জনতাবদ্ধ হয়ে দা, লোহার রড ও পাইপ নিয়ে হলের কক্ষে অনধিকার প্রবেশ করে। তখন অভিযুক্ত তানজিদ মঞ্জু হত্যার উদ্দেশ্যে আহত রাজুর মাথায় কোপ দেয় বলে অভিযোগ করা হয়। এছাড়াও ভাঙচুর, ক্ষতিসাধন, অবৈধভাবে আটকে মারধরসহ চুরির অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, গত শনিবার দিনগত রাত ১২টার দিকে ববির শের-ই-বাংলা হলে প্রবেশ করেন একদল শিক্ষার্থী। তখন তারা মার্কেটিং বিভাগের অনার্সের শিক্ষার্থী রাজু মোল্লা ও মিলন হোসাইন, উদ্ভিদ বিজ্ঞানের সিফাত হোসাইনকে মারধর করে বলে অভিযোগ করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিরা হলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজিদ মঞ্জু (২৪), সিহাব উদ্দিন (২৪), মাকের্টিং বিভাগের রমজান হোসেন (২৪), ফিন্যান্স ও ব্যাংকিংয়ের হাসিব রায়হান মুন্না (২৪), রাষ্ট্রবিজ্ঞানের রফিকুল ইসলাম ইমু (২৫) ও নাইমুর রহমান (২৪), ইতিহাস ও সভ্যতার ফারদিন খান (২৪), গণিতের দেলোয়ার হোসেন (২৪), রাষ্ট্রবিজ্ঞানের ফাত্তাহুর রাফি (২৪), ফিন্যান্স ও ব্যাংকিংয়ের আলভীর ইসলাম (২৪) ও হিসাব বিজ্ঞান বিভাগের শাওন (২৪)।
মামলার বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছে। এর জেরে শনিবার রাতে ধারালো অস্ত্রসহ লোহার রড নিয়ে হলের ২০০৭ নম্বর রুমে প্রবেশ করেন আসামিরা। তখন রাজু মোল্লাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় কক্ষে থাকা ল্যাপটপ ভাঙচুর করেন। তখন রাজুকে টেনে ২০০৬ নম্বর কক্ষে আটকে রাখেন। সেখানে তাঁকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে আঘাত করে মাথায় জখম করে মঞ্জু। এরপর অপর দুই শিক্ষার্থী মিলন ও সিফাতকে ডেকে এনে মারধর করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনার পর হলের প্রভোস্ট আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ববির শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীরা তাঁর কাছে কোনো অভিযোগ দেয়নি। মামলা বিষয়ে তিনি অবগত নয়। শিক্ষার্থীদের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৩ ঘণ্টা আগে