নিজন্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে দুই মাস আগে নিখোঁজ কিশোর সোহেল ফরাজীর (১৫) কঙ্কাল ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ও ঝালকাঠির সীমানা বরিশাল-পটুয়াখালী সড়কের খয়রাবাদ নদীর তীর থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।
এর আগে, সোহেলের নিখোঁজের ঘটনায় আটক হয় তার বন্ধু ইমরান খান। তার স্বীকারোক্তি ও দেখানো জায়গা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ইমরান জানিয়েছে, তার চার বন্ধু দুই মাস আগে এনার্জি ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন সোহেলকে সেতুর নিচে নদীর তীরে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয়। তার রিকশাটি ছিনতাইয়ের জন্য তারা এ খুন করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, সোহেলের মা মুকুল বেগম বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ইমরান ছাড়া নতুন কেউ গ্রেপ্তার নেই।
নিহত সোহেল বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা রিকশাচালক ফরিদ ফরাজীর ছেলে। আটক ইমরান একই এলাকার নান্না খানের ছেলে।
সোহেলের ভাই সোহাগ ফরাজী জানান, সোহেল আগে ট্রাকচালকের সহকারীর কাজ করত। চালক বিদেশ যাওয়ায় সে বেকার ছিল। দুই মাস আগে সোহেলকে তার কয়েক বন্ধু ডেকে নিয়ে যায়। সোহেল তার বাবার ভাড়ায় চালিত ব্যাটারি রিকশাটি নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার বন্ধুরাও নিখোঁজ ছিল।
সোহেলের পিতা ফরিদ ফরাজী জানান, কয়েক দিন আগে গোপনে ইমরান বাসায় ফিরে। তাকে আটক করে স্থানীয়দের সহযোগিতায় জিজ্ঞাসাবাদ করা হলে সে সোহেলকে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ ডেকে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তার দেখানো জায়গা অনুযায়ী খয়রাবাদ সেতুর নিচ থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে।
ইমরান পুলিশকে বলেছে, সে ও অপর তিন বন্ধু হৃদয়, বাপ্পি ও রাকিব সোহেলের বাবার রিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘুরতে যাওয়ার কথা বলে সন্ধ্যার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অদূরে খয়রাবাদ সেতুতে নিয়ে যাওয়া হয়। এলাকাটি নির্জন হওয়ায় সেখানে তারা নিরাপদ মনে করে। সেতুর নিচে গিয়ে ঘুমের ওষুধ মেশানো এনার্জি ড্রিংকস খাওয়ানো হয় সোহেলকে। সে অচেতন হলে ঝোপঝাড়ের মধ্যে ফেলে রিকশাসহ পালিয়ে আসে। পরে রিকশাটি বিক্রি করে তারা আত্মগোপন করে।

বরিশাল নগরীতে দুই মাস আগে নিখোঁজ কিশোর সোহেল ফরাজীর (১৫) কঙ্কাল ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ও ঝালকাঠির সীমানা বরিশাল-পটুয়াখালী সড়কের খয়রাবাদ নদীর তীর থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।
এর আগে, সোহেলের নিখোঁজের ঘটনায় আটক হয় তার বন্ধু ইমরান খান। তার স্বীকারোক্তি ও দেখানো জায়গা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ইমরান জানিয়েছে, তার চার বন্ধু দুই মাস আগে এনার্জি ড্রিংকসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন সোহেলকে সেতুর নিচে নদীর তীরে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয়। তার রিকশাটি ছিনতাইয়ের জন্য তারা এ খুন করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, সোহেলের মা মুকুল বেগম বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ইমরান ছাড়া নতুন কেউ গ্রেপ্তার নেই।
নিহত সোহেল বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনি এলাকার বাসিন্দা রিকশাচালক ফরিদ ফরাজীর ছেলে। আটক ইমরান একই এলাকার নান্না খানের ছেলে।
সোহেলের ভাই সোহাগ ফরাজী জানান, সোহেল আগে ট্রাকচালকের সহকারীর কাজ করত। চালক বিদেশ যাওয়ায় সে বেকার ছিল। দুই মাস আগে সোহেলকে তার কয়েক বন্ধু ডেকে নিয়ে যায়। সোহেল তার বাবার ভাড়ায় চালিত ব্যাটারি রিকশাটি নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার বন্ধুরাও নিখোঁজ ছিল।
সোহেলের পিতা ফরিদ ফরাজী জানান, কয়েক দিন আগে গোপনে ইমরান বাসায় ফিরে। তাকে আটক করে স্থানীয়দের সহযোগিতায় জিজ্ঞাসাবাদ করা হলে সে সোহেলকে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ ডেকে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। তার দেখানো জায়গা অনুযায়ী খয়রাবাদ সেতুর নিচ থেকে কঙ্কাল উদ্ধার হয়েছে।
ইমরান পুলিশকে বলেছে, সে ও অপর তিন বন্ধু হৃদয়, বাপ্পি ও রাকিব সোহেলের বাবার রিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ঘুরতে যাওয়ার কথা বলে সন্ধ্যার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের অদূরে খয়রাবাদ সেতুতে নিয়ে যাওয়া হয়। এলাকাটি নির্জন হওয়ায় সেখানে তারা নিরাপদ মনে করে। সেতুর নিচে গিয়ে ঘুমের ওষুধ মেশানো এনার্জি ড্রিংকস খাওয়ানো হয় সোহেলকে। সে অচেতন হলে ঝোপঝাড়ের মধ্যে ফেলে রিকশাসহ পালিয়ে আসে। পরে রিকশাটি বিক্রি করে তারা আত্মগোপন করে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে