Ajker Patrika

মেয়রপ্রার্থীর বাড়িতে দাওয়াতে যাওয়ার আগেই জিএম কাদেরকে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১১ মে ২০২৩, ০০: ২৪
মেয়রপ্রার্থীর বাড়িতে দাওয়াতে যাওয়ার আগেই জিএম কাদেরকে ইসির চিঠি

আগামীকাল বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিতে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি। এ নিয়ে নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য তাঁকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

আজ বুধবার সন্ধ্যার পর বরিশালের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জিএম কাদেরকে একান্ত সচিবকে এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন জানতে পেরেছে যে বিরোধীদলীয় উপ নেতা জিএম কাদের হেলিকপ্টারযোগে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে লাঙ্গলের মেয়র প্রার্থীর নগরের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। কিন্তু জাপা চেয়ারম্যানের নগরে প্রবেশকালে দলীয় নেতা-কর্মীদের ভিড়ে শোডাউন সৃষ্টি হতে পারে। বিসিসি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আচরণবিধি মেনে চলা প্রয়োজন। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাদেরকে নির্বাচনের আচরণবিধি সম্পর্কে অবহিত হওয়ার অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘জাপা চেয়ারম্যানকে তো ইসি চিঠি দিতে পারেন না। আমরা তো নির্বাচনী কার্যক্রম চালাচ্ছি না। আমার বাসায় দোয়া-মিলাদে অংশ নিয়ে খাওয়া-দাওয়া করে হেলিকপ্টারে চলে যাবেন।’

তিনি বলেন, ‘আমি ইসিকে বলেছি যে নৌকার প্রার্থীর বহর এল, তখন তো শোকজ করলেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত