বরিশাল প্রতিনিধি

পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পণ্ড হয়ে গেছে বরিশাল বিএনপির কর্মী সভা। কর্মসূচির ভেন্যু ছিল শহরের পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় শুক্রবার সকালেই বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।
এর আগে, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের অনুসারী এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দেরা শুক্রবার নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয়।
সরোয়ারের অনুসারী এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন জানান, তাঁরা আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করেন। একই স্থানে আরেক বিএনপি নেতা হানিফ হাওলাদার কর্মী সভা করতে চান। একপর্যায়ে পুলিশ এসে স্কুল কর্তৃপক্ষকে গেটে তালা দিতে বলে। যে কারণে হানিফ অনুসারীরাও কোনো কর্মসূচি পালন করতে পারেনি।
জামাল হোসেন আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা আছর নামাজের পর ভেন্যু থেকে ২০০ গজ দূরের পলাশপুর মুসলিম কাজীর গোরস্থান মসজিদে মিলাদ পড়িয়েছেন।
তবে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হানিফ হাওলাদার বলেন, ‘আমরা কর্মী সভা করতে পারিনি। প্রশাসন নিষেধ করায় ঝামেলা করতে যাইনি।’
কাউনিয়া থানার এসআই নাসির বলেন, ‘দুই পক্ষ একইস্থানে কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্কুল কর্তৃপক্ষকে বলেছি গেটে তালা মারতে। সেখানে সারা দিন পুলিশ মোতায়েনও ছিল।’

পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পণ্ড হয়ে গেছে বরিশাল বিএনপির কর্মী সভা। কর্মসূচির ভেন্যু ছিল শহরের পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় শুক্রবার সকালেই বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ।
এর আগে, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের অনুসারী এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দেরা শুক্রবার নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেয়।
সরোয়ারের অনুসারী এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন জানান, তাঁরা আলহাজ দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করেন। একই স্থানে আরেক বিএনপি নেতা হানিফ হাওলাদার কর্মী সভা করতে চান। একপর্যায়ে পুলিশ এসে স্কুল কর্তৃপক্ষকে গেটে তালা দিতে বলে। যে কারণে হানিফ অনুসারীরাও কোনো কর্মসূচি পালন করতে পারেনি।
জামাল হোসেন আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা আছর নামাজের পর ভেন্যু থেকে ২০০ গজ দূরের পলাশপুর মুসলিম কাজীর গোরস্থান মসজিদে মিলাদ পড়িয়েছেন।
তবে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হানিফ হাওলাদার বলেন, ‘আমরা কর্মী সভা করতে পারিনি। প্রশাসন নিষেধ করায় ঝামেলা করতে যাইনি।’
কাউনিয়া থানার এসআই নাসির বলেন, ‘দুই পক্ষ একইস্থানে কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্কুল কর্তৃপক্ষকে বলেছি গেটে তালা মারতে। সেখানে সারা দিন পুলিশ মোতায়েনও ছিল।’

কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১৩ মিনিট আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে