নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আন্দোলন দমাতে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার ইনস্টিটিউটের হোস্টেল থেকে মৌ আক্তার নামে অসুস্থ এক ছাত্রীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট হোস্টেলের সুপার ডা. শামীমা আক্তার হামলার বলেন, ‘অসুস্থ ছাত্রীকে মারধর করা হয়নি। না খেয়ে আন্দোলন করার কারণে অসুস্থ হয়ে পড়েছে ওই ছাত্রী। অন্যরা সবাই নিরাপদে আছে।’
এর আগে গতকাল সোমবার মধ্যরাত থেকে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সানজিদা শহীদের পদত্যাগ ও হয়রানি বন্ধের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ (মঙ্গলবার) সকালে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ। পরে ছাত্রীদের সঙ্গে আলোচনা করে ওই শিক্ষককে অন্যত্র বদলির সুপারিশসহ মারধরের ঘটনা তদন্তে কমিটি গঠন করে অধ্যক্ষ একটি চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠান।
এ বিষয়ে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনরত ছাত্রীদের দাবির প্রেক্ষিতে তারা মহাপরিচালক বরাবর ডা. সানজিদা শহীদ নামে ওই শিক্ষককে বদলির জন্য চিঠি দিয়েছেন। এ ছাড়া ছাত্রী হলে কে বা কারা হামলা করেছে-এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্রীদের অভিযোগ, ক্যাম্পাসে বোরকা পরার কারণে কয়েকজন ছাত্রীকে কটূক্তি করেন শিক্ষিকা ডা. সানজিদা। যারা বোরকা পরিধান করে আসে তাদের চিহ্নিত করার জন্য তিনি তালিকা তৈরি করেন। এভাবে ছাত্রীদের হয়রানি করা হয় বলে অভিযোগ ছাত্রীদের।
তারা আরও জানান, আন্দোলন চলাকালে কয়েকজন ছাত্রীর সঙ্গে ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ আহ্বায়ক আবু ইউসুফ ইফতির সঙ্গে কথা কথা-কাটাকাটি হয়। এ সময় ছাত্রলীগ নেতা ইফতি শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এ ঘটনার পর হোস্টেলে আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা। পরে হল সুপার ও পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে ছাত্রলীগ আহ্বায়ক আবু ইউসুফ ইফতি হামলার ঘটনা অস্বীকার করেছেন।

আন্দোলন দমাতে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার ইনস্টিটিউটের হোস্টেল থেকে মৌ আক্তার নামে অসুস্থ এক ছাত্রীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট হোস্টেলের সুপার ডা. শামীমা আক্তার হামলার বলেন, ‘অসুস্থ ছাত্রীকে মারধর করা হয়নি। না খেয়ে আন্দোলন করার কারণে অসুস্থ হয়ে পড়েছে ওই ছাত্রী। অন্যরা সবাই নিরাপদে আছে।’
এর আগে গতকাল সোমবার মধ্যরাত থেকে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সানজিদা শহীদের পদত্যাগ ও হয়রানি বন্ধের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ (মঙ্গলবার) সকালে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ। পরে ছাত্রীদের সঙ্গে আলোচনা করে ওই শিক্ষককে অন্যত্র বদলির সুপারিশসহ মারধরের ঘটনা তদন্তে কমিটি গঠন করে অধ্যক্ষ একটি চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠান।
এ বিষয়ে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনরত ছাত্রীদের দাবির প্রেক্ষিতে তারা মহাপরিচালক বরাবর ডা. সানজিদা শহীদ নামে ওই শিক্ষককে বদলির জন্য চিঠি দিয়েছেন। এ ছাড়া ছাত্রী হলে কে বা কারা হামলা করেছে-এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্রীদের অভিযোগ, ক্যাম্পাসে বোরকা পরার কারণে কয়েকজন ছাত্রীকে কটূক্তি করেন শিক্ষিকা ডা. সানজিদা। যারা বোরকা পরিধান করে আসে তাদের চিহ্নিত করার জন্য তিনি তালিকা তৈরি করেন। এভাবে ছাত্রীদের হয়রানি করা হয় বলে অভিযোগ ছাত্রীদের।
তারা আরও জানান, আন্দোলন চলাকালে কয়েকজন ছাত্রীর সঙ্গে ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ আহ্বায়ক আবু ইউসুফ ইফতির সঙ্গে কথা কথা-কাটাকাটি হয়। এ সময় ছাত্রলীগ নেতা ইফতি শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এ ঘটনার পর হোস্টেলে আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা। পরে হল সুপার ও পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে ছাত্রলীগ আহ্বায়ক আবু ইউসুফ ইফতি হামলার ঘটনা অস্বীকার করেছেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে