নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বোরকা পরে মুখ খোলা রেখে ফেসবুকে ছবি আপলোড দিয়েছিলেন স্ত্রী। এতে স্ত্রীর প্রতি অভিমানে তাঁকে ভিডিও কলে রেখে স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে জেলার উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুজ্জামান।
ওই যুবকের নাম রিফাত জোমাদ্দার (২২)। তিনি বরিশাল নগরীর ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা ফোরকান জোমাদ্দার ঢাকায় প্রাইভেট কার চালিয়ে জীবিকার্জন করেন। রিফাতের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া হলেও দুই মাস ধরে তিনি নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন।
নিহতের স্ত্রীর নাম আসমা বেগম (২০)। তিনি বরিশাল রহমতপুর কৃষি কলেজের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করছেন। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটিতে।
এ বিষয়ে উজিরপুর থানার ওসি তৌহিদুজ্জামান আসমা বেগমের বরাত দিয়ে বলেন, ‘বছরখানেক আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন তাঁরা। চার-পাঁচ দিন ধরে আসমা বোরকা পরে মুখ খোলা রেখে ছবি তুলে ফেসবুকে দেন। এতে অভিমান করে শনিবার রাতে স্ত্রীকে ভিডিও কল দেন রিফাত। তখন রিফাত তাঁর স্ত্রীকে বলেন, তোমারে বিয়ের পর বাবা-মাও ভালোবাসে না, এখন তুমিও আমাকে ভালোবাসো না। এই কথা বলে উঠে দাঁড়িয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রিফাত।’
এ ঘটনার পর আসমাসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

বোরকা পরে মুখ খোলা রেখে ফেসবুকে ছবি আপলোড দিয়েছিলেন স্ত্রী। এতে স্ত্রীর প্রতি অভিমানে তাঁকে ভিডিও কলে রেখে স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে জেলার উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুজ্জামান।
ওই যুবকের নাম রিফাত জোমাদ্দার (২২)। তিনি বরিশাল নগরীর ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা ফোরকান জোমাদ্দার ঢাকায় প্রাইভেট কার চালিয়ে জীবিকার্জন করেন। রিফাতের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া হলেও দুই মাস ধরে তিনি নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন।
নিহতের স্ত্রীর নাম আসমা বেগম (২০)। তিনি বরিশাল রহমতপুর কৃষি কলেজের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা করছেন। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটিতে।
এ বিষয়ে উজিরপুর থানার ওসি তৌহিদুজ্জামান আসমা বেগমের বরাত দিয়ে বলেন, ‘বছরখানেক আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন তাঁরা। চার-পাঁচ দিন ধরে আসমা বোরকা পরে মুখ খোলা রেখে ছবি তুলে ফেসবুকে দেন। এতে অভিমান করে শনিবার রাতে স্ত্রীকে ভিডিও কল দেন রিফাত। তখন রিফাত তাঁর স্ত্রীকে বলেন, তোমারে বিয়ের পর বাবা-মাও ভালোবাসে না, এখন তুমিও আমাকে ভালোবাসো না। এই কথা বলে উঠে দাঁড়িয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রিফাত।’
এ ঘটনার পর আসমাসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২৯ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩৩ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে